Malda News: আর শান্তিনিকেতনে যেতে হবে না, সোনাঝুরি হাট এবার মালদহে

Last Updated:

বিখ্যাত সোনাঝুরি হাটে যাওয়ার জন্য উত্তরবঙ্গের মানুষদের এতদিন অনেকটা পথ পাড়ি দিতে হত। তবে সেই আক্ষেপ এবার মিটিয়ে দিতে পারে মালদহ শহর

+
হস্তশিল্প

হস্তশিল্প সামগ্রীর পসরা

মালদহ: সোনাঝুরির হাটে কেনাকাটার জন্য আর শান্তিনিকেতন যেতে হবে না। এখন থেকে মালদহেই বসছে সোনাঝুরির হাট! এখানেই মিলছে গ্রাম বাংলার বিভিন্ন সামগ্রী দিয়ে তৈরি প্রসাধনী সামগ্রী থেকে হাতে নকশা শাড়ি। রাজ্যের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীরা এখানে পসরা সাজিয়ে বসেছেন, ঠিক যেন শান্তিনিকেতনের সোনাঝুড়ি হাটের আদল।
বিখ্যাত সোনাঝুরি হাটে যাওয়ার জন্য উত্তরবঙ্গের মানুষদের এতদিন অনেকটা পথ পাড়ি দিতে হত। তবে সেই আক্ষেপ এবার মিটিয়ে দিতে পারে মালদহ শহরের ২২ নম্বর ওয়ার্ডের মহানন্দা নদীর ধারের শিশু পার্কে বসা এই সোনাঝুরি হাট। খোলা আকাশে নীচে রাস্তার দুই ধারে দোকান বসেছে। সেখানে মিলছে কাগজের ফুল, ফুলদানি, বিভিন্ন ধরনের ঘরোয়া পোশাক , ব্যাগ থেকে শুরু করে নানান ধরনের প্রসাধনী সামগ্রী, আসবাসপত্র। পাশাপাশি পেট পুজোর জন্য বিক্রি হচ্ছে পাটিসাপটা, পুলিপিঠে, চপ , সিঙারার মত মুখরোচক খাবার।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
একটি স্বেচ্ছাসেবী সংস্থা ও স্থানীয় কাউন্সিলের যৌথ উদ্যোগে এই অভিনব সোনাঝুরি হাট বসানো হয়েছে। সাতদিন ধরে চলবে এই মেলা। আগামী ২৩ জানুয়ারি শেষ হবে। হস্তশিল্পীদের হাতে তৈরি বিভিন্ন জিনিসের স্টল রয়েছে সোনাঝুরি হাটে। রাজ্যের ২৩ টি জেলা থেকেই হস্তশিল্পীরা এই মেলায় সামিল হয়েছেন। প্রায় ৮০ টি স্টল করা হয়েছে। যেখানে শিল্পীদের হাতের তৈরি বিভিন্ন সামগ্রী সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর হাতে তৈরি নানান শিল্পের কারুকার্য মূলত তুলে ধরা হয়েছে। মেলার উদ্যোক্তা দুলাল সরকার বলেন, এবছর চতুর্থ বর্ষ সোনাঝুরি হাটের। রাজ্যের বিভিন্ন প্রান্তের হস্ত শিল্পীদের নিয়ে এই মেলার আয়োজন করা হয়েছে।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: আর শান্তিনিকেতনে যেতে হবে না, সোনাঝুরি হাট এবার মালদহে
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement