একদিন পরই ছিল ছেলের জন্মদিন,তার আগে একী কাণ্ড ঘটালেন বাবা! জেনে শিউরে উঠবেন
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
এক দিন পরই ছেলের জন্মদিন। তাঁর আগেই ঘটল এক মর্মান্তিক ঘটনা।শোকের ছায়া কালচিনিতে। জানুন সেই ঘটনা।
কালচিনি, অনন্যা দে: এক দিন পরই ছেলের জন্মদিন। তাঁর আগেই ঘটল এক মর্মান্তিক ঘটনা।শোকের ছায়া কালচিনিতে। জানুন সেই ঘটনা।
জানা গিয়েছে, গতকাল রাতে দিওয়াস কাশ্যপ ও তাঁর বাবা মঙ্গল কাশ্যপের ঝামেলা শুরু হয়। চূড়ান্ত পর্যায়ে পৌছায় সেই ঝামেলা। পাড়া প্রতিবেশীরা আটকাতে এলেও মিটছিল না ঝামেলা।এরপর বাবা তাঁর ছেলের বুকে ধারালো অস্ত্র ঢুকিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় দিওয়াস লুটিয়ে পরে মাটিতে।
আরও পড়ুন: পাহাড়ি দুর্গম এলাকায় টানা বৃষ্টির জের, সিকিমে ফের ধসে ৪ মর্মান্তিক মৃত্যু! নিখোঁজ বহু
তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার জেলার মেচপাড়া এলাকায়।রাতেই পাড়া প্রতিবেশীরা তাকে উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
আরও পড়ুন: সপ্তমীতে গোর্খা সম্প্রদায়ের বিশেষ সাজে শোভাযাত্রা,দবি ছুটির! এদিন কী হয় জানেন?
জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে মেচপাড়া এলাকায় মঙ্গল কাশ্যপ ও তার ছেলে দিওয়াস কাশ্যপ মধ্যে বচসা বাধে টাকা নিয়ে। দিওয়াস শ্রমিকের কাজ করত। বাড়িতে টাকা দিচ্ছিল না দীর্ঘ সময় ধরে সে।এই নিয়ে এক, দু কথায় ঝামেলা শুরু হয়। অশান্তির চরম পর্যায়ে ঘটে এই খুনের ঘটনা। কালচিনি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। গ্রেফতার করা হয়েছে দিওয়াসের বাবা মঙ্গল ক্যাশপকে। একদিন পরেই ছেলের জন্মদিন তাঁর আগে ছেলের মৃত্যুতে শোকে পাথর তার মা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 12, 2025 3:25 PM IST