Jalpaiguri News: জঙ্গল থেকে লোকালয়ে ঢুকেই সোজা পুকুরে ঝাঁপ! হরিণ দেখতে ভিড় স্থানীয়দের! উদ্ধার করল বন দফতর
- Published by:Sudip Paul
- local18
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Jalpaiguri News: বন থেকে লোকালয়ে এসে ছুটে বেড়াচ্ছে এই প্রাণী! চাক্ষুস করতে ভিড় এলাকা জুড়ে। অবশেষে বনদফতরের সহায়তায় উদ্ধার হয় প্রাণীটি।
জলপাইগুড়ি: বন থেকে লোকালয়ে এসে ছুটে বেড়াচ্ছে এই প্রাণী! চাক্ষুস করতে ভিড় এলাকা জুড়ে। অবশেষে বনদফতরের সহায়তায় উদ্ধার হল হরিণটি। জানা যায়, জলপাইগুড়ি সংলগ্ন বানারহাট ব্লকের শালবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় খাবারের সন্ধানে চলে আসে একটি ছোট্ট হরিণ। হরিণ ধরতে স্থানীয় বাসিন্দারা ছোটাছুটি শুরু করে। একটি দিঘীতে ঝাঁপ দেয় ক্ষুদে হরিণটি। অবশেষে হরিণটিকে ধরতে সক্ষম হয় স্থানীয় বাসিন্দারা।
এরপর দেরি না করে খবর দেওয়া হয় মরাঘাট রেঞ্জের বন কর্মীদের। এরপরই মরাঘাট রেঞ্জের তোতাপাড়ার বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হরিণটিকে উদ্ধার করে। স্থানীয় বাসিন্দা লালচান মিয়ার কথায়,”এদিন দুপুরের তীব্র গরম বাঁচতে গাছের তলায় বসে ছিলাম। উত্তর ডাঙ্গাপাড়া থেকে একটি ছোট হরিণ আমাদের দিকে তেড়ে আসছিল। আমায় দেখতে পেয়ে আমার বাড়ির পাশেই একটি দিঘীর মধ্যে ঝাঁপ দেয় হরিণটি। তারপরই স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় উদ্ধার করা হয় হরিণটিকে।”
advertisement
advertisement
পরে মরাঘাট রেঞ্জের বন কর্মীদের খবর দেওয়া হলে আধ ঘন্টার মধ্যে তারা এসে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যান। জানা গিয়েছে হরিণটির প্রাথমিক শুশ্রুষা করে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 29, 2024 7:08 PM IST