Vedic Education: আধুনিক ইন্টারনেটের যুগেও বৈদিক শিক্ষায় পথ দেখাচ্ছে শিলিগুড়ি

Last Updated:

মোট ৩৫০ জন শিক্ষার্থীদের নিয়ে বৈদিক শিক্ষারীতিতে এখনও চলে এখানে পাঠদান, চলে প্রার্থনা, চলে শাস্ত্র ও মন্ত্রোচারণ।

ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি: বর্তমানে এমন একটা সময়ে আমরা আছি, যখন শিক্ষাব্যবস্থায় অভূতপূর্ব কিছু ধারণা উদঘাটিত হচ্ছে, নতুন নতুন কৌশল তৈরি হচ্ছে। করোনা যেন তথ্যপ্রযুক্তির প্রসারের ক্ষেত্রে ব্যপ্তি এনেছে। প্রশিক্ষণযোগ্য যুব জনগোষ্ঠীর ক্রয়ক্ষমতা এবং অন্তর্ভুক্তির বিষয়টি মাথায় রেখে শিক্ষার বিষয়বস্তুর ডিজিটালাইজেশন করা যে আবশ্যিকতা বুঝতে পেরেছে সকলে। ইন্টারনেটের মাধ্যমে প্রান্তিক অঞ্চল পর্যন্ত ডিজিটাল শিক্ষা পৌঁছে দেওয়া এখন সহজসাধ্য। তবে আসক্তি?
একথা ঠিকই, ইন্টারনেট সংযোগে স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটার কিংবা ট্যাব অনলাইন ক্লাসের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিচ্ছে। কিন্তু সেইসঙ্গে বিপদের কালো মেঘও ঘনিয়ে আনছে। শিশুরা তীব্র আসক্ত হয়ে উঠছে এই ইন্টারনেটের জালবিন্যাসে।
এমনই বিকট অন্ধকারময় পরিস্থিতিতে মেটে প্রদীপের আলোর মতো শিলিগুড়ির কর্ম ব্যস্ততা ও কোলাহল থেকে দূরে সাহুডাঙ্গির গ্রাম্য এলাকায় ১৯৫৯ সালে গড়ে উঠে শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম। মোট ৩৫০ জন শিক্ষার্থীদের নিয়ে বৈদিক শিক্ষারীতিতে এখনও চলে এখানে পাঠদান, চলে প্রার্থনা, চলে শাস্ত্র ও মন্ত্রোচারণ। সেখানে গিয়েই খুঁজে পাওয়া গেল ইন্টারনেটের 'আধুনিক' যুগেও বৈদিক শিক্ষারীতিকে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Vedic Education: আধুনিক ইন্টারনেটের যুগেও বৈদিক শিক্ষায় পথ দেখাচ্ছে শিলিগুড়ি
Next Article
advertisement
West Bengal Weather Update: হাওয়া বদল বাংলায়, বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া বদল বাংলায়, বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া, আগামী ক’দিন আবহাওয়া কেমন?
  • হাওয়া বদল বাংলায় !

  • বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া

  • আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement