Siliguri Student Death Update: বন্ধুর বাড়িতে জুতো, ঘরে বিয়ারের বোতল! শিলিগুড়িতে নবম শ্রেণির ছাত্রীর মৃত্যুর ঘটনায় বাড়ছে রহস্য

Last Updated:

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে নিজের দুই বন্ধু এবং এক বান্ধবীর সঙ্গে বিরিয়ানি খেতে যাচ্ছে বলে বাড়ি থেকে বের হয় শিলিগুড়ির বাসিন্দা ওই ছাত্রী৷

News18
News18
শিলিগুড়ি: শিলিগুড়িতে নবম শ্রেণির ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর মোড়৷ শিলিগুড়িতে রাজ্য সরকারের সচিবালয় উত্তরকন্যা সংলগ্ন জঙ্গল থেকে উদ্ধার হয়েছিল ওই ছাত্রীর মৃতদেহ৷ যদিও তার ঘনিষ্ঠ বন্ধুর বাড়ি থেকে উদ্ধার হল মৃত ছাত্রীর জুতো৷ শুধু তাই নয়, ওই বন্ধুর ঘরের ভিতরে মিলেছে বিয়ারের বোতলও৷
যে জঙ্গলে ওই ছাত্রীর দেহ উদ্ধার হয় সেই জায়গাটিও অভিযুক্তের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়৷ ফলে ওই বন্ধুর বাড়িতেই ছাত্রীকে খুন করে তার মৃতদেহ জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে কি না, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে৷ ওই ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে পুলিশে অভিযোগ দায়ের করেছে তার পরিবার৷
advertisement
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে নিজের দুই বন্ধু এবং এক বান্ধবীর সঙ্গে বিরিয়ানি খেতে যাচ্ছে বলে বাড়ি থেকে বের হয় শিলিগুড়ির বাসিন্দা ওই ছাত্রী৷ রাস্তায় পিসির সঙ্গে দেখাও হয় তার। বিকেল গড়ালেও ওই ছাত্রী বাড়ি ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়ে ওই কিশোরী।
advertisement
advertisement
এর কিছুক্ষণ পরে ও ছাত্রীর ঘনিষ্ঠ বন্ধু ফোন কিরে পরিবারকে ওই ছাত্রীর দেহ উদ্ধারে হওয়ার কথা জানায়। ওই ছাত্রীর বন্ধুরাই দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে৷ সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। কিন্তু কীভাবে ওই ছাত্রীর মৃ্ত্যু হল তা নিয়েই রহস্য ছড়িয়েছে৷ ছাত্রীর শরীরে আঁচড়ের দাগ এবং গলায় কালশিটে রয়েছে বলে অভিযোগ তার পরিবারের৷ মৃত ছাত্রীর পরিবারের পক্ষ থেকে এনজেপি থানায় অপহরণ করে যৌ়ন নির্যাতন,ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করে।
advertisement
ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ৷ ছাত্রীর দুই বন্ধু এবং এক বান্ধবীকে আটক করে জিজ্ঞাসাবাদও করছে পুলিশ৷ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ ময়নাতদন্তের রিপোর্ট এলেই ছাত্রীর মৃত্যুর কারণ স্পষ্ট হবে৷
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri Student Death Update: বন্ধুর বাড়িতে জুতো, ঘরে বিয়ারের বোতল! শিলিগুড়িতে নবম শ্রেণির ছাত্রীর মৃত্যুর ঘটনায় বাড়ছে রহস্য
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement