Siliguri News: গয়না থেকে ব্যাগ, দেদার বাড়ছে চাহিদা, পাটের তৈরি জিনিস বানিয়ে স্বনির্ভর হচ্ছেন মহিলারা
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Siliguri News: একসময় এই শিল্পের আয়তন বিশাল থাকলেও চাহিদা হ্রাসের কারণে প্রাচীন ঐতিহ্যবাহী এই শিল্প ধীরে ধীরে ক্রমহ্রাসমান হয়ে পড়েছে। তবে বংশ পরম্পরা মেনে আজও অনেকে এই শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন।
শিলিগুড়ি: হারিয়ে যাওয়া পাট শিল্পকে বাঁচিয়ে রাখতে পাটের দিয়ে নানা সামগ্রী বানিয়ে স্বনির্ভর মহিলারা। নিজের হাতে পাট দিয়ে নানারকম জিনিস তৈরি করে বিভিন্ন বাজারে মেলাতে বিক্রি করছে। এদিয়ে চালাচ্ছে তাঁদের সংসার।একসময় বাংলায় পাটের সামগ্রী উৎপাদনের চল থাকলেও আজ তা মাত্র কয়েকটি জেলার কয়েকটি মাত্র এলাকার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে।পাটের সুতো বের করে তা দিয়ে নানান ডিজাইনের রঙিন সামগ্রী তৈরি করছেন।
একসময় এই শিল্পের আয়তন বিশাল থাকলেও চাহিদা হ্রাসের কারণে প্রাচীন ঐতিহ্যবাহী এই শিল্প ধীরে ধীরে ক্রমহ্রাসমান হয়ে পড়েছে। তবে বংশ পরম্পরা মেনে আজও অনেকে এই শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন। বিভিন্ন এলাকায় মহিলারা পাট থেকে সুতো বের করে এই শিল্পের কাজ করেন।
advertisement
advertisement
এই কাজে উপার্জন কম ও পরিশ্রম বেশি। তাও অর্থের জন্য নানান কাজের ফাঁকে বহু মহিলা এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন। পাটের সুতো থেকে বিছানার চাদর, টেবিল ক্লথ,পাটের ব্যাগ, কভার ফাইল, বাস্কেট, মোবাইলের খাপ, জুতো, পাপোশ, পাটের শৌখিন গহনা, পাটের কার্পেট, শতরঞ্চি ও ঘর সাজানোর নানা সামগ্রী তৈরি হয়।
advertisement
উৎসাহ ও উন্নত প্রশিক্ষণ পেয়ে বিভিন্ন এলাকার শিল্পীরা বর্তমানে আরও নতুন নতুন সামগ্রী তৈরি করছেন। আর পরিবেশ বান্ধব হবার কারণে আবার নতুন করে চাহিদা বেড়েছে পাটের নানান সামগ্রীর। পাট শিল্পী রিনা খাতুন বলেন, ২০০৮ সালে আমরা ভোকেশনাল ট্রেনিং কোর্সের মাধ্যমে এই পাটের তৈরি জিনিসের কাজ শিখেছি। তারপর নিজেরাই পাটের সুতো দিয়ে বিনো নিয়ে গেঁথে এই কাজ করছি। দেশের পাশাপাশি জুটের তৈরি এইসব জিনিসের চাহিদা আছে বিদেশের বাজারেও।এই মুহূর্তে নতুন ট্রেন্ড হল জুটের জিনিস। আমরা বিগত ১৫ বছর ধরে এই কাজ করছি। এখন এই কাজের প্রশিক্ষণও আমরা দিয়ে থাকি।
advertisement
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 26, 2024 6:02 PM IST