শিলিগুড়ি শহরকে যানজটমুক্ত করতে নয়া পদক্ষেপ, রেজিস্ট্রিকৃত নয় এমন যানগুলিকে এবার নিয়ন্ত্রণ করা হবে

Last Updated:

শিলিগুড়িতে রেজিস্ট্রি করা নেই, এমন যানবাহনগুলিকে নিয়ন্ত্রণ করা হবে বলে ঘোষণা করা হল ৷

শিলিগুড়ি শহরকে যানজটমুক্ত করতে নয়া পদক্ষেপ (File Photo)
শিলিগুড়ি শহরকে যানজটমুক্ত করতে নয়া পদক্ষেপ (File Photo)
আবীর ঘোষাল, কলকাতা: সোমবার থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। শুরুর দিন থেকেই বিধানসভায় ওয়াকআউট করছেন বিরোধীরা। বৃহস্পতিবারও তার অন্যথা হল না। এবার শিলিগুড়িতে রেজিস্ট্রি করা নেই, এমন যানবাহনগুলিকে এবার  নিয়ন্ত্রণ করা হবে বলে ঘোষণা করা হল ৷
শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের প্রশ্নের উত্তরে পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী জানান, ‘‘শিলিগুড়ি শহরে যানজট সমস্যা মেটাতে ৭০০০ অনিয়ন্ত্রিত টোটো যেগুলো রেজিস্ট্রিকৃত নয় তাদের নিয়ন্ত্রণের ব্যবস্থা করার কথা ভাবা হচ্ছে। প্রচুর যুবক নিজেদের সংসার চালানোর জন্য এই টোটো রাস্তায় নামায়। কিন্তু অনিয়ন্ত্রিতভাবে টোটো চালানোয় যানজট হয়। আমরা এদের জন্য গাইড লাইন তৈরি করে দিচ্ছি। শিলিগুড়ি শহরে রেজিস্ট্রিকৃত ৪০০০ রিক্সা চলে, সুগুলোকে কিউআর কোড দিয়ে নির্দিষ্ট রাস্তায় চলাচলের ব্যবস্থা করা হয়েছে।’’
advertisement
advertisement
শিলিগুড়ি শহরের সঙ্গে সঙ্গেই সারা রাজ্যের জন্য টোটো পলিসি তৈরির কথা ভাবছে রাজ্য পরিবহণ দফতর। তেনজিং নোরগে বাস স্ট্যান্ডের সামনে থেকে সরবে বেসরকারি বাস স্ট্যান্ড। প্রধাননগরে সরবে বাস স্ট্যান্ড। সেখান থেকে বেসরকারি বাস চলাচল করবে। এছাড়া অন্তঃরাজ্য ও আন্তঃরাজ্য বাস চালানোর জন্য নয়া বাস টার্মিনাসের ভাবনা। যানজট রুখতে এই ব্যবস্থা আনছে রাজ্য সরকার।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
শিলিগুড়ি শহরকে যানজটমুক্ত করতে নয়া পদক্ষেপ, রেজিস্ট্রিকৃত নয় এমন যানগুলিকে এবার নিয়ন্ত্রণ করা হবে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement