Bengal Safari Park: পর্যটকদের আর ছুটে যেতে হবে না অন্য কোথাও, পয়লা বৈশাখে নতুন অ্যাডভেঞ্চার শুরু
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
এই পার্ক উত্তরের পর্যটনে আলাদা মাত্রা এনে দিয়েছে, সেটা বলার আর অপেক্ষা রাখে না। আর এবার সেই উত্তেজনার পারদ আরও এক ধাপ বাড়িয়ে দিল পার্ক কর্তৃপক্ষ।
#শিলিগুড়ি: উত্তরে ঘুরতে গেলেই বেঙ্গল সাফারি পার্কের নাম সামনে আসে। জনপ্রিয় এই পার্কে শুধু বন্যপ্রাণ নয়, এবার থাকবে অ্যাডভেঞ্চার স্পোর্টসও। এবার পয়লা বৈশাখে পর্যটকদের জন্য নতুন উপহার নিয়ে এল বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ। বরাবরই উত্তরবঙ্গের পর্যটনে বরাবরই পর্যটকদের প্রিয় স্থান বেঙ্গল সাফারি পার্ক। ঘন জঙ্গল, বাহারি গাছ, রকমারি পাখি ও বিভিন্ন প্রজাতির প্রাণী আর জঙ্গল সাফারি পার্ক সারা বছরই ভিড়ে ঠাসা থাকে।
সে আট হক বা আশি, প্রত্যেকের চাহিদার তালিকায় কিন্তু রয়েছে নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমেল পার্ক বা বেঙ্গল সাফারি পার্ক। এই পার্ক উত্তরের পর্যটনে আলাদা মাত্রা এনে দিয়েছে, সেটা বলার আর অপেক্ষা রাখে না। আর এবার সেই উত্তেজনার পারদ আরও এক ধাপ বাড়িয়ে দিল পার্ক কর্তৃপক্ষ। শুক্রবার অর্থাৎ আজ থেকেই চালু হচ্ছে জিপ লাইন (Zipline) ও বার্মা ব্রিজ (Burma Bridge)। অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের আর ছুটে যেতে হবে না অন্য কোথাও। এবার বেঙ্গল সাফারি পার্কেই এবার অ্যাডভেঞ্চারের সুযোগ মিলবে পর্যটকদের। থাকবে টানটান উত্তেজনাও।
advertisement
কী এই জিপ লাইন (zipline)? কি এই জিপ লাইন (Zipline)? পর্যটকরা নিজেকে দড়িতে ঝুলিয়ে একপ্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারবেন। আরেক মজার খেলা বার্মা ব্রিজ (Burma Bridge)। এটা হল ৬০ ফুট উচ্চতায় সম্পূর্ণ দড়ি দিয়ে তৈরি একটি ব্রিজ, যার একপ্রান্ত থেকে হেঁটে অপর প্রান্তে যেতে হবে পর্যটকদের।
advertisement
advertisement
এই জিপ লাইনের দুটো ভাগ রয়েছে। একটি ৫৬ মিটার দৈর্ঘ্যের ছোট জিপ লাইন। আর একটি ৭৬ মিটার লম্বা বড় জিপ লাইন। এই অ্যাডভেঞ্চার স্পোর্টস দুটির নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে জ্যু অথরিটি (zoo authority)।
খরচ কত? জানা গিয়েছে, পর্যটকরা স্বল্প খরচেই আনন্দ উপভোগ করতে পারবেন। কম্বো প্যাকে (combo pack) খরচ হবে মাত্র ৩০০ টাকা। যেকোনও একটিকে উপভোগ করতে খরচ হবে ১০০ টাকা। অনলাইন অফলাইন উভয়েই টিকিট বুকিং করা যাবে। ১২ বছরের ঊর্ধ্বে এই অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলি উপভোগ করা যাবে।
advertisement
বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর দাওয়া শেরপার কথায়, 'আগামীতে আরও দুটি এমন খেলা চালু করার কথা রয়েছে। সেজন্য কর্মীদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছে। সকলে যাতে উত্তরের এই পার্কে আসেন, তাই এই উদ্যোগ।'
Vaskar Chakraborty
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 15, 2022 11:27 PM IST