Siliguri News: NIA-র ছদ্মবেশে প্রতারণা! শিলিগুড়িতে পুলিশের ফাঁদে তিন যুবক
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Siliguri News: তদন্তের নামে বাড়ি বাড়ি গিয়ে চাপ সৃষ্টি করেই টাকা তুলছিল তারা—এমনই অভিযোগ পুলিশের।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: শহরে জাতীয় তদন্ত সংস্থা (NIA)-র পরিচয় ভাঁড়িয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। তদন্তের নামে বাড়ি বাড়ি গিয়ে চাপ সৃষ্টি করেই টাকা তুলছিল তারা—এমনই অভিযোগ পুলিশের।
পুলিশ সূত্রের দাবি, সম্প্রতি মাটিগাড়া এলাকার এক ব্যবসায়ীর বাড়িতে গিয়ে ওই যুবকরা নিজেদের ‘NIA-র তদন্তকারী’ বলে পরিচয় দেয়। বিভিন্ন নথি খতিয়ে দেখার অছিলায় ওই ব্যক্তিকে ভয় দেখিয়ে প্রথমে মোটা অঙ্কের টাকা আদায় করা হয়। পরে আরও নানা দাবি-দাওয়ার পর সন্দেহ দানা বাঁধে ব্যবসায়ীর মনে। তিনিই বিষয়টি পুলিশের কাছে নালিশ জানান।
advertisement
অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নামে মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও ডিটেকটিভ ডিপার্টমেন্ট। পরিকল্পিত অভিযানে শনিবর রাতে ধরা পড়ে তিন অভিযুক্ত। ধৃতদের নাম— এসান আহমেদ, রেহান বাবর ও মানিক রায়। পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে দু’জন উত্তর দিনাজপুর জেলার পান্জিপাড়া এলাকার বাসিন্দা, আরেকজন শিলিগুড়ির।
advertisement
অভিযান চলাকালীন পুলিশ বাজেয়াপ্ত করেছে একটি চারচাকা গাড়ি, একটি স্কুটি, নগদ টাকা এবং একাধিক মোবাইল ফোন। তদন্তকারীরা মনে করছেন, এরা শুধুমাত্র সামনের সারির সদস্য, পেছনে আরও বড় নেটওয়ার্ক সক্রিয় থাকতে পারে।
advertisement
ধৃতদের রবিবর শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। আদালত থেকে পুলিশ হেফাজত চেয়ে জেরা চালানোর প্রস্তুতিও নেওয়া হচ্ছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, কোন কোন এলাকায়, কতদিন ধরে এই ভুয়ো পরিচয়ে প্রতারণা চলেছে—তা খুঁজে বের করতে এখনই তৎপর তাঁরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 23, 2025 7:57 PM IST

