Siliguri News: সাবাশ শিলিগুড়ি! বাংলা ভাষা নিয়ে বিরাট পদক্ষেপ, শহর হবে 'বাংলা-ময়'! এবার বাধ্যতামূলক বাংলা

Last Updated:

Siliguri News: শিলিগুড়িও মিনি ভারত! এখানে নানা সম্প্রদায়, নানা ভাষাভাষী মানুষের বসবাস। এই শহরের প্রধান রাস্তা বা মার্কেটগুলিতে প্রাধান্য পেয়েছে ইংরেজি এবং হিন্দি ভাষার সাইনবোর্ড।

শিলিগুড়িতে নতুন নিয়ম!
শিলিগুড়িতে নতুন নিয়ম!
শিলিগুড়ি: আজ, শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর শুক্রবারই শিলিগুড়ি পুরসভার মেয়র পারিষদ বৈঠকে আসছে প্রস্তাব। আগামী বোর্ড মিটিংয়ে তা পাস করানো হবে। সব ঠিকঠাক হলে মার্চের গোঁড়া থেকেই শহরে আসছে নতুন নির্দেশিকা। কী সেই নির্দেশিকা? কলকাতার পর শহর শিলিগুড়িতেও বাংলা ভাষায় সাইনবোর্ড বাধ্যতামূলক। এই নয়া নির্দেশিকা আনছে তৃণমূল পরিচালিত পুরবোর্ড।
শিলিগুড়িও মিনি ভারত! এখানে নানা সম্প্রদায়, নানা ভাষাভাষী মানুষের বসবাস। এই শহরের প্রধান রাস্তা বা মার্কেটগুলিতে প্রাধান্য পেয়েছে ইংরেজি এবং হিন্দি ভাষার সাইনবোর্ড। বাংলাকে খুঁজতে হয় দূরবীন দিয়ে। আর তা নিয়েই দীর্ঘ আন্দোলন হয়েছে। একাধিক প্রস্তাব এসেছে সেই বাম আমল থেকেই। কিন্তু বাস্তবায়িত হয়নি। এবার তা কার্যকরী করতে চলেছে পুরসভা। মেয়র গৌতম দেব জানান, অন্য ভাষাতেও থাক, আপত্তি নেই। কিন্তু বাংলা আবশ্যিক।
advertisement
advertisement
পুরসভার এহেন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহরের বিশিষ্টজনেরা। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার তাপস চট্টোপাধ্যায় জানান, ”অবশ্যই ভাল পদক্ষেপ। তবে মিশ্র জনজাতির বাস এই শহরে। তাই অন্য ভাষাতেও থাক।”
বাংলা ভাষার লেখক মানবেন্দ্র সাহা বলেন, ”এমন উদ্যোগ আরও আগে নেওয়া উচিৎ ছিল। বাম আমল থেকেই আন্দোলন চলছে। শহরের প্রধান রাস্তাগুলিতে বাংলা ভাষার সাইনবোর্ড দেখা যায় না। মেয়রের এমন উদ্যোগ প্রশংসনীয়।”
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: সাবাশ শিলিগুড়ি! বাংলা ভাষা নিয়ে বিরাট পদক্ষেপ, শহর হবে 'বাংলা-ময়'! এবার বাধ্যতামূলক বাংলা
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement