দু'দিন ধরে পড়ে গরুর দেহ, তার পাশেই চলছে খাবারের দোকান! গোটা ওয়ার্ডটাই যেন ডাস্টবিন
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
দু’দিন ধরে ওয়ার্ডের মধ্যে একটি খাবারের দোকানের পাশে গরুর মৃতদেহ পড়ে থাকলেও তা সরানোর কোনও উদ্যোগ পুরনিগমের পক্ষ থেকে চোখে পড়েনি। ফলে পচা গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: শহরের মধ্যে এ এক ব্যতিক্রম ওয়ার্ড। গোটা ওয়ার্ডটাই যেন আস্ত এক ডাস্টবিন! শিলিগুড়ি পুরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ডে নিকাশী নালা ও আবর্জনার সমস্যায় অতিষ্ঠ বাসিন্দাদের জীবন। প্রতিদিন চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হয়। এমনটি দু’দিন ধরে ওয়ার্ডের মধ্যে একটি খাবারের দোকানের পাশে গরুর মৃতদেহ পড়ে থাকলেও তা সরানোর কোনও উদ্যোগ পুরো নিগমের পক্ষ থেকে চোখে পড়েনি। ফলে পচা গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী।
৪৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় কাউন্সিলর দিলীপ বর্মনের সঙ্গে শিলিগুড়ি মেয়র ও ডেপুটি মেয়রের দ্বন্দ্বের কারণেই তাঁরা এই সমস্ত নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। উল্লেখ্য, এখনকার যাবতীয় অচলাবস্থার মূল কারণ নালা। এই জল নিকাশি নালা নির্মাণ নিয়ে ক্ষোভ চরমে পৌঁছেছে।
আরও পড়ুন: রাস্তা জুড়ে উপড়ে এসে পড়ল শতাব্দী প্রাচীন গাছ, ব্যারাকপুরে আতঙ্ক
সামনের দিকে নালার প্রস্থ ২৩ ফুট হলেও পিছনের দিকে তা কমিয়ে আনা হচ্ছে মাত্র ১০–১২ ফুটে। এর ফলে সামান্য বৃষ্টিতেই বাসিন্দাদের ঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছে। উপরন্তু, নালার জলে জমে থাকা আগাছা নতুন সমস্যা তৈরি করছে। এই বিষয়ে বহুবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলে জানান স্থানীয়রা। সম্প্রতি পুরকর্মীরা নালা পরিষ্কার করতে গিয়ে কাজ না করেই চলে যান। কারণ হিসেবে জানান, নালার মধ্যে সাপ থাকার কারণে কাজ করা সম্ভব নয়।
advertisement
advertisement
এদিকে বৃহস্পতিবার সকালে এক প্রকার বাধ্য হয়ে এলাকারই কয়েকজন বাসিন্দা নিজেরাই নালা পরিষ্কারের চেষ্টা করেন। সেই সময় সাপের ছোবল খেয়ে একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হন। এগ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই পরিস্থিতিতে ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মন বলেন, আমি সমস্যার কথা জানি। কিন্তু মেয়র ও ডেপুটি মেয়র আগেই ঘোষণা করেছেন, এই ওয়ার্ডের কাজ তাঁরাই করবেন। তাই আত্মসম্মান রক্ষার্থে আমি হস্তক্ষেপ করব না। তাঁর দাবি, তিনি কেবল ছোটখাটো কাজ দেখবেন, তবে বড় প্রকল্পে হস্তক্ষেপ করবেন না।
advertisement
শিলিগুড়ি পুরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের ছবি যেন স্পষ্ট করে দিচ্ছে, রাজনৈতিক টানাপোড়েন আর প্রশাসনিক গাফিলতির শিকার হচ্ছে সাধারণ মানুষ। নালা সংস্কার থেকে মৃত পশুর দেহ সরানো পর্যন্ত সব কাজ থমকে আছে। এর মধ্যে সাপের কামড়ে বাসিন্দার আহত হওয়ার ঘটনা আতঙ্ক আরও বাড়িয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 22, 2025 7:11 PM IST