কলকাতার পর এবার শিলিগুড়ি...! রেগুলেটেড মার্কেট থেকে শুরু, বিশাল পদক্ষেপ নিতে চলেছে পৌরনিগম
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
পরিবেশবান্ধব নগর পরিকল্পনার পথে আর এক ধাপ এগোল শিলিগুড়ি পৌরনিগম। শহরের রেগুলেটেড মার্কেট থেকে শুরু হতে চলেছে থার্মোকল বর্জ্য ব্যবস্থাপনার প্রথম প্রকল্প।
শিলিগুড়ি: পরিবেশবান্ধব নগর পরিকল্পনার পথে আর এক ধাপ এগোল শিলিগুড়ি পৌরনিগম। শহরের রেগুলেটেড মার্কেট থেকে শুরু হতে চলেছে থার্মোকল বর্জ্য ব্যবস্থাপনার প্রথম প্রকল্প। ইতিমধ্যেই এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পৌরনিগমের সভাকক্ষে, যেখানে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, এমএমআইসি-রা, রেগুলেটেড মার্কেট ও অন্যান্য বাজারের ব্যবসায়ীরা।
কলকাতার সফল অভিজ্ঞতা মাথায় রেখে এই প্রকল্প বাস্তবায়নে আগ্রহী শিলিগুড়ি পুরসভা। কলকাতায় গিয়ে সেখানকার থার্মোকল ম্যানেজমেন্ট পদ্ধতি ঘুরে দেখে এসেছে একটি প্রতিনিধিদল, যার বিস্তারিত উপস্থাপনা হয় সভায়। মেয়র জানান, ১৫তম অর্থ কমিশনের অনুদানে এই প্রকল্প বাস্তবায়িত হবে এবং রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গেও ইতিমধ্যে আলোচনা হয়েছে।
advertisement
advertisement
রেগুলেটেড মার্কেট আধুনিকীকরণের ঘোষণার মধ্যেই বিশেষভাবে জোর দেওয়া হয়েছে থার্মোকল বর্জ্য ব্যবস্থাপনায়। আধুনিক নিকাশি ব্যবস্থা, বাজার চত্বরের সৌন্দর্যায়ন ও কার্যকর বর্জ্য নিষ্পত্তি—সবমিলিয়ে পরিবেশবান্ধব বাজারের দিকে লক্ষ্য স্থির করেছে পুরসভা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে আশার পাশাপাশি সংশয়ও রয়ে গেছে ব্যবসায়ী মহলে। শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটের মাছ ব্যবসায়ী সমিতির সম্পাদক বাপি চৌধুরীর কথায়, “গত বছরও এই নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু বাস্তবে কাজ কিছুই হয়নি। এ বছর আমরা আশাবাদী, কিন্তু ভয় একটাই—আবার যদি শুধুই আশ্বাস দিয়ে থেমে যায় কাজ।”
advertisement
শহরের পরিবেশ সচেতন নাগরিকেরা মনে করছেন, এই প্রকল্প শুধু বাজার সংস্কার নয়, বরং টেকসই শহর গড়ার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন দেখার, উদ্যোগ বাস্তবায়নের পথে ঠিক কতটা এগোতে পারে শিলিগুড়ি পুরসভা।
ঋত্বিক ভট্টাচার্য
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 29, 2025 4:18 PM IST