বাড়ি ফেরেনি শিলিগুড়ির নিখোঁজ নাবালিকা, মেয়েকে ফিরে পেতে হাইকোর্টে পরিবার
Last Updated:
উদ্ধার হওয়ার দেড়মাস পরও বাড়ি ফেরেনি অপহৃত নাবালিকা। অভিযুক্তকে গ্রেফতারও করেনি পুলিশ।
#শিলিগুড়ি: উদ্ধার হওয়ার দেড়মাস পরও বাড়ি ফেরেনি অপহৃত নাবালিকা। অভিযুক্তকে গ্রেফতারও করেনি পুলিশ। বরং স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে পাচারকারীর বোঝাপড়ায় পুলিশের মদত রয়েছে বলে অভিযোগ। রাজ্য পুলিশের ডিজির কাছে আবেদন করেও মেলেনি সুরাহা। মেয়েকে ফিরে পেতে এবার হাইকোর্টের দ্বারস্থ হল শিলিগুড়ির প্রাক্তন সেনাকর্মীর পরিবার।
গত ২০ ডিসেম্বর থেকে নিখোঁজ শিলিগুড়ির নাবালিকা। ২৬ ডিসেম্বর স্নেহাশিস দাস নামে এক যুবকের বিরুদ্ধে মেয়েকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের করে তার পরিবার। স্নেহাশিস উত্তর-পূর্ব ভারতে নারী পাচারের আঁড়কাঠি হিসেবে কাজ করে বলেও অভিযোগ করেন তাঁরা। সেই অভিযোগের ভিত্তিতে ৩১ ডিসেম্বর অসমের শিলচর থেকে নাবালিকাকে উদ্ধার করে শিলিগুড়ি পুলিশ। রাখা হয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে। তারপর প্রায় দেড় মাস কেটে গিয়েছে। এখনও মেয়ের দেখা পায়নি পরিবার। নাবালিকার পরিবারের দাবি,
advertisement
- অভিযুক্ত স্নেহাশিসকে গ্রেফতার করেনি পুলিশ
advertisement
- উলটে অভিযুক্তের সঙ্গে আপস করে সমস্যা মিটিয়ে নেওয়ার পরামর্শ দেন শিলিগুড়ি থানার ওসি
- ৮ ফেব্রুয়ারি ডিজি, এডিজি সিআইসি সহ শীর্ষ পুলিশ আধিকারিকদের কাছে আবেদন করে নাবালিকার পরিবার
- তাতেও অবশ্য সুরাহা হয়নি
মেয়েকে ফিরে পেতে বুধবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে পরিবার। পুলিশের সাহায্য না পেয়ে এবার বিচারবিভাগেই আস্থা রাখছেন নাবালিকার মা-বাবা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Feb 16, 2017 11:06 AM IST







