Jagdeep Dhankhar|| GTA দুর্নীতি নিয়ে 'বেজায়' সরব রাজ্যপাল! পাল্টা বিঁধলেন অনীত থাপা-গৌতম দেব
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Jagdeep Dhankhar: উত্তরবঙ্গ সফর শেষে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (GTA)-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
#শিলিগুড়ি: "জিটিএ (GTA) নিয়ে একাধিক অভিযোগ এসেছে। কোটি কোটি টাকা আর্থিক গরমিলের অভিযোগ এসেছে। কোনও নির্বাচিত প্রতিনিধি নেই। কোনও উন্নয়নমূলক কাজ হয়নি। আর্থিক অনিয়ম হয়েছে। সিএজি (CAG) দিয়ে জিটিএ'র (GTA) অডিট করাব। তাহলেই 'দুধ কা দুধ, পানি কা পানি' হয়ে যাবে।" সোমবার কলকাতায় ফেরার আগে দার্জিলিং রাজভবন এবং বাগডোগরা বিমানবন্দরে এ কথা বলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
ধনখড় বলেন, অডিট হলেই সব পরিষ্কার হয়ে যাবে। যারা অভিযুক্ত কড়া শাস্তি পাবে। ২০১৭ সাল থেকে অডিট হয়নি। এমনকি কোনও নির্বাচনও হয়নি গত চার বছরে। যা বিস্ময়কর! পাহাড়ে কোনও উন্নয়ন চোখে পড়েনি।উলটে কোটি কোটি কোটি টাকার দূর্ণীতি হয়েছে। নির্বাচিত প্রতিনিধি নেই। তাঁর দাবী, পাহাড়ের একাধিক আঞ্চলিক দল, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা গুচ্ছের অভিযোগ জানিয়েছেন। দাবিপত্রও দিয়েছে। একই সুরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও জিটিএর অডিট করার দাবি জানিয়েছেন। প্রসঙ্গত, এর আগে সাড়ে ৩ বছর আগে পাহাড়ে পৌঁছে বিমল গুরুং, রোশন গিরিরাও জিটিএর অডিটের দাবি তুলেছিলেন।
advertisement
Earlier Darjeeling MP @RajuBistaBJP & now MLA @NeerajZimba complained of corruption at Gorkhaland Territorial Administration. Democracy trampled as no elections since 2017.
Sought CAG audit to expose corruption & ensure guilty r severely dealt. Administrator directed to update. pic.twitter.com/SGzdPLaitw — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 26, 2021
advertisement
advertisement
যদিও একে গুরুত্ব দিতে নারাজ জিটিএ'র প্রাক্তন চেয়ারম্যান অনীত থাপা। তিনি বলেন, প্রতি বছরই জিটিএ'র অডিট হয়েছে। রাজ্য সরকার অডিট করেছে। স্বচ্ছতার সঙ্গেই জিটিএ পরিচালিত হচ্ছে। একাধিক উন্নয়নমূলক কাজ হয়েছে পাহাড়জুড়ে। রাজ্যপাল কেন পাহাড়ে আসেন? কী অভিযোগ করবেন? কেন করবেন?...তা আজ সকলেই জানেন। দীর্ঘ হিংসার পর পাহাড়ে শান্তি ফিরিয়ে আনা হয়েছে। এখন পাহাড়ে শান্তির পরিবেশ রয়েছে। এ প্রসঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা গৌতম দেব পাল্টা বলেন, "নিয়ম করেই জিটিএর অডিট হয়েছে। সময়মতো পাহাড়ের নির্বাচনও হবে।"
advertisement
প্রসঙ্গত, গত সোমবার ৭ দিনের পাহাড় সফরে যান সস্ত্রীক রাজ্যপাল। এই সময়ের মধ্যে পাহাড়ে বিজেপির জোট সঙ্গী জিএনএলএফ (GNLF), সিপিআরএম (CPRM), রাষ্ট্রীয় গোর্খা কংগ্রেস, অখিল ভারতীয় গোর্খা লিগ সহ-একাধিক সংগঠনের প্রতিনিধিরা রাজ্যপালের সঙ্গে দেখা করেন। সেইসময় তারা জিটিএর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।
উল্লেখ্য, পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবির মধ্যেই ফের আলাদা গোর্খাল্যাণ্ডের আওয়াজ উঠেছে পাহাড়ে! গত শুক্রবার দার্জিলিংয়ের রাজভবনে পাহাড়ের বিভিন্ন আঞ্চলিক দলের প্রতিনিধিরা রাজ্যপালের সঙ্গে সাক্ষাত করে এই দাবিই জানিয়েছেন। নতুন করে গোর্খাল্যাণ্ডের দাবি জিইয়ে তুলেছেন তাঁরা। রাজ্যপালের কাছে পৃথক গোর্খাল্যাণ্ডের দাবি তুলেছেন বিজেপির জোটসঙ্গী সিপিআরএম নেতা, প্রাক্তন সাংসদ রত্নবাহাদুর রাই। তাঁর দাবি, জিটিএ কোন বিকল্প নয়। ১০০ বছরের পুরনো দাবি গোর্খাল্যাণ্ড। গোর্খাদের আইডেনটিটি হল গোর্খাল্যাণ্ড। এখন আলাদা কোচবিহার রাজ্য, উত্তরবঙ্গ রাজ্যের কথা বলা হচ্ছে। পশ্চিমবঙ্গ থেকে আলাদা করতে হবে পাহাড়কে। দার্জিলিং এবং সিকিমকে একসঙ্গে জুড়তে হবে। আর রাজ্যপালের কাছে পৃথক গোর্খাল্যান্ডের দাবি আলাদা মাত্রা পেয়েছে রাজনৈতিক মহলে।
advertisement
Partha Sarkar
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 28, 2021 8:08 PM IST