#শিলিগুড়ি: শিলিগুড়ির কাছে সাহু নদীর উপর রেলসেতুর নীচ থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। প্রাথমিক অনুমান, মৃতদেহগুলি মা ও দুই সন্তানের। কিন্তু কীভাবে মৃত্যু? ট্রেনের ধাক্কায় নাকি চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেওয়ায় মৃত্যু? তদন্ত চলছে। ঘটনাস্থলে রেল পুলিশ ও আমবাড়ি ফাঁড়ির পুলিশ।
অপহরণের দশদিন পর দেহ উদ্ধার মালদহের হরিশ্চন্দ্রপুরে। কাতলামারি থেকে অপহৃত আব্দুল বারিকের গলাকাটা দেহ উদ্ধার বাড়ি থেকে প্রায় পাঁচশো মিটার দূরে মাখনার জলাশয় থেকে। গত ১৪ মে বাড়ি থেকে তাঁকে অপহরণের অভিযোগ উঠেছিল বিরুদ্ধ গোষ্ঠীর বিরুদ্ধে। এরপর থেকেই তাঁর খোঁজ মিলছিল না। তবে গলা কাটা দেহ উদ্ধার হলেও বিকেল পর্যন্ত মৃতের মাথার খোঁজ মেলেনি। কুপিয়ে ও গলা কেটে খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sahu River