Siliguri: সাহু নদীর উপর রেলসেতুর নীচে পড়ে মৃত মা ও ২ সন্তান, কীভাবে মৃত্যু? তদন্তে পুলিশ
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
কীভাবে মৃত্যু? ট্রেনের ধাক্কায় নাকি চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেওয়ায় মৃত্যু? তদন্ত চলছে
#শিলিগুড়ি: শিলিগুড়ির কাছে সাহু নদীর উপর রেলসেতুর নীচ থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। প্রাথমিক অনুমান, মৃতদেহগুলি মা ও দুই সন্তানের। কিন্তু কীভাবে মৃত্যু? ট্রেনের ধাক্কায় নাকি চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেওয়ায় মৃত্যু? তদন্ত চলছে। ঘটনাস্থলে রেল পুলিশ ও আমবাড়ি ফাঁড়ির পুলিশ।
অপহরণের দশদিন পর দেহ উদ্ধার মালদহের হরিশ্চন্দ্রপুরে। কাতলামারি থেকে অপহৃত আব্দুল বারিকের গলাকাটা দেহ উদ্ধার বাড়ি থেকে প্রায় পাঁচশো মিটার দূরে মাখনার জলাশয় থেকে। গত ১৪ মে বাড়ি থেকে তাঁকে অপহরণের অভিযোগ উঠেছিল বিরুদ্ধ গোষ্ঠীর বিরুদ্ধে। এরপর থেকেই তাঁর খোঁজ মিলছিল না। তবে গলা কাটা দেহ উদ্ধার হলেও বিকেল পর্যন্ত মৃতের মাথার খোঁজ মেলেনি। কুপিয়ে ও গলা কেটে খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
May 26, 2022 6:24 PM IST