করোনা হিরো! উলু ধ্বনি, শঙ্খ বাজিয়ে অভিনব সংবর্ধনা সাফাইকর্মীদের
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
শিলিগুড়ির ২ নং ওয়ার্ডের বাঘাযতীন কলোনিতে এদিন এই সংবর্ধনার উদ্যোগ নেয়, "আমাদের উদ্যোগ" নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই কঠিন সময়ে সকলে যখন ঘরবন্দি, তখন সাধারন মানুষের সেবায় পথে সাফাই কর্মীরা। আর তাই এই অভিব উপায়ে আজ ওদের বরণ করে নিল স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
#শিলিগুড়ি: শহরকে জঞ্জালমুক্ত করতে শিলিগুড়ির প্রতিটি ওয়ার্ডে কাজ করে চলেছে সাফাই কর্মীরা। অন্য সময়ের তুলনায় এখন অতিরিক্ত কাজ করতে হচ্ছে। সাফাইয়ের কাজে অতিরিক্ত কর্মীও নিয়োগ করা হয়েছে। রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে কাজে ব্যস্ত ওরা।
ঝুঁকি নিয়ে নামা শিলিগুড়ি পুরসভার সাফাই কর্মীদের অভিনব কায়দায় সংবর্ধনা দিলেন শিলিগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, সদস্যারা। প্রদীপ জ্বালিয়ে উলুধ্বনি ও শঙখ ধ্বনির মধ্য দিয়ে বরণ করা হয় ওয়ার্ডের সাফাই কর্মীদের। সঙ্গে পুষ্প বৃষ্টি।
শিলিগুড়ির ২ নং ওয়ার্ডের বাঘাযতীন কলোনিতে এদিন এই সংবর্ধনার উদ্যোগ নেয়, "আমাদের উদ্যোগ" নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই কঠিন সময়ে সকলে যখন ঘরবন্দি, তখন সাধারন মানুষের সেবায় পথে সাফাই কর্মীরা। আর তাই এই অভিব উপায়ে আজ ওদের বরণ করে নিল স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। সেইসঙ্গে ওদের হাতে তুলে দেওয়া হয় মাস্কও। কেননা মাস্ক পড়া বাধ্যতামূলক। সংবর্ধনার পর তাদের হাতে তুলে দেওয়া হয় শুকনো খাবারের প্যাকেটও।
advertisement
advertisement
চাল, সবজি সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। কেননা ওরাও যে দিনমজুর। বাড়িতে খাদ্য সংকট সৃষ্টি হয়েছে। তাই ওদের এই সংকটে পাশে দাঁড়িয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, সদস্যারা। এই কঠিন সময়ে ওদের কথা ভেবেই এগিয়ে আসা। বলছেন সংগঠনের সদস্যরা। আর এতে অভিভূত সাফাই কর্মীরা। বেশ খুশি সাফাই কর্মীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 18, 2020 7:18 PM IST