Siliguri News: বাউল সুরের সঙ্গে পিঠেপুলি উৎসব! ডিজিটাল যুগে বাংলার ঐতিহ্য ফেরাতে অভিনব উদ্যোগ
- Reported by:Sujoy Ghosh
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Siliguri News:কলেজের মাঠ জুড়ে বসল পিঠেপুলির স্টল। তেমনই সেখানে চলছে বাউল শিল্পীদের গলায় মাটির গান, তাল মেলাতে ভোলেনি ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারাও।
সুজয় ঘোষ, শিলিগুড়ি: বাংলার ঐতিহ্য সংস্কৃতিকে আগামী যুব সমাজের মধ্যে তুলে ধরতে অভিনব উদ্যোগ কলেজের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের। একদিকে মাটির গান অন্যদিকে ছাত্র-ছাত্রীদের হাতের তৈরি রকমারি পিঠে পুলির স্টল কলেজ প্রাঙ্গণ জুড়ে। নাচ গান আড্ডার সঙ্গে খাওয়া দাওয়া সবমিলিয়ে এলাহি ব্যবস্থা।
বর্তমান যুগে কোথাও যেন হারিয়ে যেতে বসেছে সেই মাটির গান অর্থাৎ বাউল গান এবং বর্তমান যুবসমাজ ভুলে যেতে বসেছে বাঙালির ঐতিহ্যবাহী পিঠে পুলিকেও। সেই অর্থেই যুবসমাজের মধ্যে সেই হারিয়ে যেতে বসা মাটির গান এবং পিঠেপুলি খাওয়ার যে আনন্দ ফিরিয়ে দিতেই অভিনব উদ্যোগ কলেজ কর্তৃপক্ষের। কলেজের মাঠ জুড়ে বসল পিঠেপুলির স্টল। তেমনই সেখানে চলছে বাউল শিল্পীদের গলায় মাটির গান, তাল মেলাতে ভোলেনি ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারাও।
advertisement
আরও পড়ুন : পুকুর থেকে উঠে আসা ভাস্কর্যের খাঁজে কথা বলে সুদীর্ঘ বছরের ইতিহাস
শুধু তাই নয়, ছাত্র-ছাত্রীরা নিজেদের হাতে এই পিঠে পুলি তৈরি করছে এবং সেই পিঠে খেতেই ভিড় জমাচ্ছে বহু মানুষ। একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস, সারা দেশ জুড়ে এই ভাষা দিবস বিভিন্নভাবে পালিত হয়ে থাকে তবে একটু ব্যতিক্রমী ভাবে এই ভাষা দিবসের অঙ্গ হিসেবেই হারিয়ে যেতে বসা মাটির গান এবং পিঠে পুলিকে ছাত্র-ছাত্রীদের মধ্যে তুলে ধরতে এই অভিনব উদ্যোগ শিলিগুড়ির আচার্য প্রফুল্ল চন্দ্র রায় গভর্নমেন্ট কলেজের। এই প্রসঙ্গে কলেজের প্রফেসর আকাশ চৌধুরী জানান বাংলার ঐতিহ্য সংস্কৃতি এবং ভাষাকে এই আধুনিক যুগের যুব সমাজের মধ্যে ফিরিয়ে দিতেই এই উদ্যোগ। আগামী দিনে এই ধরনের অনুষ্ঠান আরও বড় মাপে সকলের সামনে তুলে ধরা হবে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 23, 2025 12:31 AM IST









