করোনা জয়ী অশোক ভট্টাচার্য, স্বস্তিতে শহরবাসী

Last Updated:

বৃহস্পতিবার ফের তাঁর লালা রসের নমুনা পাঠানো হয় মেডিকেলের ল্যাবে। রিপোর্ট নেগেটিভ এসছে।

#শিলিগুড়ি: করোনা যুদ্ধে জয়ী অশোক ভট্টাচার্য। প্রথম দিন থেকেই তিনি বলে আসছিলেন করোনা আমাদের একমাত্র শত্রু। রাজনীতি ভুলে সবাই মিলে লড়ে এর বিরুদ্ধে জিততে হবে। প্রথম দিন থেকে পথে নেমেছিলেন। শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়িয়েছেন। আক্রান্তদের বাড়িতে ত্রানের ব্যবস্থা করেছিলেন। কথা বলেছিলেন সুস্থ হয়ে আসা আক্রান্তদের সঙ্গে। করোনা মোকাবিলায় প্রতিনিয়ত নিজেকে ব্যস্ত রেখেছিলেন। সকাল হলেই বেড়িয়ে পড়তেন।
এরই মধ্যে অসুস্থ বোধ করেন। সোয়াবের নমুনা পাঠান মেডিকেলের ল্যাবে। রিপোর্ট নেগেটিভ আসে। চিকিৎসকের পরামর্শ মেনে ঘরেই ছিলেন। ফের অসুস্থ বোধ করায় তাঁকে ভর্তি করানো হয় উত্তরায়নের একটি বেসরকারী হাসপাতালে। ফের তাঁর লালা রসের নমুনা পাঠানো হয় ল্যাবে। রিপোর্ট পজিটিভ আসে। ওই নার্সিংহোমেই আই সি ইউতে চিকিৎসা শুরু হয় তাঁর। তিন চিকিৎসককে নিয়ে মেডিকেল টিম তৈরী করা হয়। অক্সিজেন নেওয়ার পরিমাণ বেড়ে যায়। কলকাতার চিকিৎসকদের সঙ্গে কথা বলে বাইপ্যাপ পদ্ধতিতে অক্সিজেন দেওয়া হয় বেশ কয়েকদিন। তারপর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠেন। আরও একবার সোয়াবের নমুনা পাঠানো হয় ল্যাবে। রিপোর্ট পজিটিভ আসায় উদ্বেগ বাড়ে। প্রতিনিয়ত তিন চিকিৎসক মনিটরিং করেন তাঁকে। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। অক্সিজেন নেওয়ার পরিমাণ কমতে থাকে। খাওয়া দাওয়াও স্বাভাবিক হয়ে ওঠে। কথা বলেন চিকিৎসকদের সঙ্গে।
advertisement
তাঁর শারিরীক অবস্থার প্রতিনিয়ত খোঁজখবর নিয়েছে নবান্ন। মুখ্যমন্ত্রীও নিজে তাঁর স্ত্রীকে ফোন করেছেন। পর্যটনমন্ত্রীও নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন। গতকাল ফের তাঁর লালা রসের নমুনা পাঠানো হয় মেডিকেলের ল্যাবে। রিপোর্ট নেগেটিভ এসছে। স্বস্তিতে শহরবাসী। স্বস্তিতে পুরসভা। বেসরকারী হাসপাতালের মেডিকেল বুলেটিনেও সুস্থ রয়েছেন বলে জানানো হয়েছে। দ্রুত তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে। তিন সদস্যের মেডিকেল টিম পর্যবেক্ষন করছেন।
advertisement
advertisement
Partha Pratim Sarkar
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
করোনা জয়ী অশোক ভট্টাচার্য, স্বস্তিতে শহরবাসী
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement