Blind Marriage: চোখে না দেখলেও মনের মিল হল জ্যোৎস্না-বাপির! শিলিগুড়ির বিধানগরের এলাহি বিয়ের আয়োজন
- Published by:Pooja Basu
Last Updated:
দৃষ্টিহীন জ্যোৎস্না (Blind Couple Marriage in Siliguri)আর বাপির নতুন যাত্রা শুরু হল।
#শিলিগুড়ি: সাত পাঁকে বাঁধা পড়ল ওরা। হ্যাঁ, ওরা। জন্ম থেকেই অন্ধ। দৃষ্টিহীন জ্যোৎস্না আর বাপির নতুন যাত্রা শুরু হল। যা কোনোদিন ভাবতেই পারেনি ওরা। উদ্যোগটা নেন সমাজসেবী পুলিশ কর্মী বাপন দাস। সঙ্গে হাত মিলিয়েছে ইসলামপুর থেকে শিলিগুড়ির(Siliguri) সহৃদয় মানুষেরা। সকলের সম্মিলীত প্রয়াসেই বুধবার রাতে মালাবদল হল জ্যোৎস্না আর বাপির (Jyotsna-Bapi)। ময়নাগুড়ির কনে জ্যোৎস্না দাস। তবে থাকতো শিলিগুড়ির বিধাননগরের স্নেহাশ্রম দৃষ্টিহীনদের আবাসিক স্কুলে আর বর বাপি চক্রবর্তীর বাড়ি ঝাড়খণ্ডে। মাস কয়েক আগেই দিল্লিতে ওদের আলাপ। সেই থেকে প্রেম। তারপর থেকে মোবাইল ফোনে নিয়মিত কথা হত। বুধবার সাত পাঁকে বাঁধা পড়লেন এই দৃষ্টিহীন পাত্র ও পাত্রী।
সমাজের আর পাঁচটা বিয়ের মতোই হিন্দু মতে পুরোহিতের মন্ত্রোচারণের মধ্য দিয়েই হল বিয়ে। বরযাত্রী থেকে নিমন্ত্রিতদের তালিকা ছিল কোভিড বিধি মেনেই। বাজলো সানাই। ছিল ব্যাণ্ডপার্টিও। কারা বাজালেন? ব্যাণ্ডের সুর, তাল ধরলেন দৃষ্টিহীন স্কুলেরই আবাসিকেরাই। বিয়ের জন্যে বিধাননগরের বাজারে থলে হাতে নামেন বাপন দাস, মিন্টু দাস, রিপন ঘোষ, আশীষ দাস, অনন্ত রায়েরা। সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেন সকলেই। মেনুতে ভাত, ডাল, ভাজা, মাংস, চাটনি, দই, মিষ্টি সবই ছিল। দৃষ্টিহীন স্কুলের অন্য আবাসিকেরা দেদার মজা করলেন। খুশী নব দম্পতিও। 

advertisement
জ্যোৎস্না এবং বাপির বন্ধু-বান্ধবেরাও এই বিয়ের সাক্ষী হতে পেরে খুশি। আমন্ত্রিত সকলেরই আশির্বাদে ওদের নতুন জীবন সুখী হোক, এটাই চাওয়া। তাই এক অন্য আড়ম্বরতা ছিল অনুষ্ঠানকে ঘিরে। এক রূপ কথার বিয়ে যে! নব দম্পতিও নতুন জীবনে পা রাখতে পেরে খুশি!সমাজসেবী বাপন দাস জানান, এভাবে সকলে এগিয়ে এলে সব সম্ভব। আজ ওদের দু'জনের ইচ্ছে পূরণ হল। এটাই বড় প্রাপ্তি। পাত্র বাপি চক্রবর্তী বলেন, কোনোদিন এভাবে বিয়ে হবে ভাবিনি। রীতিমতো ঝাঁকজমক করেই হল। সকলের আশির্বাদে নতুন জীবন ভাল করে কাটাতে চাই। আর পাত্রী জ্যোৎস্না দাসও চান সকলের আশীষে দাম্পত্য জীবন সুখে কাটুক।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 15, 2021 11:46 AM IST