Sikkim: ভয়ঙ্কর দুর্যোগে কাটছে দিন! এত বিপর্যয়ের পরেও পর্যটকদের জন্য যা করলেন এঁরা...! কুর্নিশ তাঁদের

Last Updated:

Sikkim: ভয়ংকর দুর্যোগ পেরিয়েও মুখে হাসি অটুট! প্রাকৃতিক দুর্যোগের কবলে বিধ্বস্ত পাহাড়। বিপর্যস্ত জনজীবন! তবুও মুখে হাসি অটুট  পাহাড়ের বাসিন্দাদের। পাহাড়ী মানুষগুলোর এমন  সাহস এবং সহনশীলতা সত্যিই অনুপ্রেরণা জোগায়

+
বর্ষায়

বর্ষায় ভয়ানক পরিস্থিতি সিকিমের

জলপাইগুড়ি: ভয়ংকর দুর্যোগ পেরিয়েও মুখে হাসি অটুট! প্রাকৃতিক দুর্যোগের কবলে বিধ্বস্ত পাহাড়। বিপর্যস্ত জনজীবন! তবুও মুখে হাসি অটুট পাহাড়ের বাসিন্দাদের। পাহাড়ি মানুষগুলোর এমন সাহস এবং সহনশীলতা সত্যিই অনুপ্রেরণা জোগায়।
সিকিম পাহাড়ের বিপর্যস্ত অবস্থা কারওর অজানা নয়। সিকিম যে এখন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তা বলাই বাহুল্য। কিন্তু সেখানকার স্থানীয় বাসিন্দারা সাহস এবং মনের জোর এখনও হারাননি। স্থানীয় বাসিন্দারাই বরং আটকে থাকা ভীত পর্যটকদের প্রতিপদে সাহস জুগিয়ে চলেছে। তাদের দেখলে বোঝাই দায় কী সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন তাঁরা।
আরও পড়ুনঃ আপনি ফুচকাপ্রেমী? টক-ঝাল-মিষ্টি থেকে আলুরদম, কলকাতার সেরা ১০ ফুচকা মেলে এখানেই, আপনি কোনওটায় খেয়েছেন?
ইতিমধ্যেই সিকিম প্রশাসনের তৎপরতায় পাহাড়ে আটকে থাকা পর্যটকদের উদ্ধার করা সম্ভব হয়েছে। সেই পর্যটকদের মুখে মুখে এখন ঘুরছে পাহাড়ের বাসিন্দাদের সাহসিকতা আর সহনশীলতার কাহিনি। জানা যায়, সেখানকার কারও বাড়িঘর চলে গিয়েছে তিস্তার গর্ভে! ধসের কারণে যাতায়াতের রাস্তাটুকুও নেই। দিনের পর দিন কেটেছে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক পরিষেবা ছাড়াই। তবুও সেসব কিছু সহ্য করে মন শক্ত করে উল্টে পাহাড়ে আটকে থাকা পর্যটকদের হাসিমুখে সাহস দিয়েছেন তারা। স্বভাবতই, পাহাড়ের বাসিন্দাদের এমন ইতিবাচক মনোভাব, হেরে না গিয়ে-ভেঙে না পড়ে, জীবনের সব সমস্যাকে হাসি মুখে মোকাবিলা করার শক্তি দেখে আপ্লুত পর্যটকেরা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ QR কোড স্ক্যান করলেই পাওয়া যাবে অভিনেত্রী বিধায়ককে! বরানগরে চালু বিশেষ পরিষেবা, কী কী সুবিধা মিলবে?
আসলে সিকিমে এমন পরিস্থিতি প্রথম নয়। এর আগেও বর্ষার কোপে প্রকৃতির ভয়ংকর রুপ সিকিমের মানুষজন দেখেছে। মিনিটে মিনিটে ধসে পড়ছে, পাহাড়-সহ বিভিন্ন ভিউ স্পটগুলি তিস্তার জলে হাবুডুবু খাচ্ছে, জীবন জীবিকায় ভাটা পড়ছে…কিন্তু তা সত্ত্বেও প্রতিনিয়ত সেখানকার বাসিন্দারা চালিয়ে যায় জীবনযুদ্ধের লড়াই। তাই প্রাণ হাতে নিয়েও ঠোঁটের কোণ থেকে কখনওই সরে না এক চিলতে হাসি।
advertisement
আসলে পাহাড়ি মানুষগুলো বহু প্রতিকূলতা দূর করে রোজ নতুন ভাবে জীবনে বেঁচে থাকার রসদ খোঁজে। এটাই পাহাড়ের করুন চিত্র। যারা দু- একদিন পাহাড়ে ঘুরতে আসেন আবহাওয়া পরিবর্তন করতে, প্রকৃতির স্বাদ নিতে, পাহাড়ের সৌন্দর্য খুঁজতে…তাদের বোঝার কথাও নয় পাহাড়ের বাসিন্দাদের লড়াই। আসলে জীবন বড় বালাই…
সুরজিৎ দে
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sikkim: ভয়ঙ্কর দুর্যোগে কাটছে দিন! এত বিপর্যয়ের পরেও পর্যটকদের জন্য যা করলেন এঁরা...! কুর্নিশ তাঁদের
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement