হোর্ডিং থেকে বিজ্ঞাপন, বাংলায় লেখা এবার বাধ্যতামূলক! নয়া সিদ্ধান্তে খুশি জনতা
- Published by:
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
বাংলা ভাষা আজ ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে, বিশ্বব্যাপী একটি সমৃদ্ধ ভাষা হিসেবে সমাদৃত
বালুরঘাট, সুস্মিতা গোস্বামী: জনসাধারণের সামনে বাংলা ভাষাকে বেশি মাত্রায় তুলে ধরতে উদ্যোগী বালুরঘাট পুরসভা। শহরের দোকানপাট থেকে সরকারি অফিসগুলিতে বাংলায় নাম লেখার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা কর্তৃপক্ষ। বালুরঘাট পুরসভা সহ জেলার বিভিন্ন জায়গায় মূলত ইংরেজি ভাষায় সাইনবোর্ড নজরে পড়ে। যা চেয়ারম্যানের মনে গভীরভাবে দাগ কেটেছে। বাংলা ভাষা আজ ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে, বিশ্বব্যাপী একটি সমৃদ্ধ ভাষা হিসেবে সমাদৃত। কিন্তু সরকারি কিংবা বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে সাইনবোর্ডে বাংলা ভাষার ব্যবহার কমে আসায় নানা সময়ে প্রচুর মানুষ আক্ষেপ প্রকাশ করে থাকেন।
এই বিষয়ে বালুরঘাট পুরসভার পুরাধ্যক্ষ অশোক কুমার মিত্র জানান, “পুরসভার আওতায় থাকা ২৫টি ওয়ার্ডে প্রায় ২ লক্ষ মানুষের বাস। শহরজুড়ে অসংখ্য দোকান ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। বহু দোকানপাট ও প্রতিষ্ঠানের নাম বাংলায় রয়েছে। যদিও এখনও অনেক দোকান ও অফিসে শুধুমাত্র ইংরেজিতেই নামের ফলক রয়েছে। ফলস্বরূপ, বাংলায় লেখার উদ্যোগ বালুরঘাট পুরসভার।”
advertisement
আরও পড়ুনঃ ভোজ নয়, মায়ের স্মৃতিতে বৃক্ষরোপণ! পারলৌকিক সংস্কারে ব্যতিক্রমী পথ ‘গাছমাস্টার’-এর পরিবারের
দেশজুড়ে যখন বাঙালি ও বাংলা ভাষাভাষিদের নিয়ে একাধিক ঘটনা সামনে আসছে, ঠিক সেই সময়ে অনন্য সিদ্ধান্ত বালুরঘাট পুরসভার। জানা যাচ্ছে, বর্তমান বোর্ডের সিদ্ধান্ত, আগামীদিনে বালুরঘাট পৌর এলাকায় মাতৃভাষা বাংলায় সরকারি কিংবা বেসরকারি ব্যানার, হোর্ডিং লাগানো হবে। সরকারি অফিসগুলির পাশাপাশি বেসরকারি অফিস, প্রতিষ্ঠান, বিদ্যালয়, মহাবিদ্যালয়, দোকানঘর ও বিভিন্ন সাইন বোর্ড; এমনকি সরকারি আবেদনপত্রে বাংলা ভাষার ব্যবহার কমে আসছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বালুরঘাট শহরের নাট্যকর্মী থেকে শুরু করে শিক্ষাবিদরা মাঝেমধ্যেই এই নিয়ে আক্ষেপ প্রকাশ করে থাকেন। এই অবস্থার পরিবর্তন আনতেই বাংলা ভাষা রাজনীতির বিষয় না হয়ে হোক সকলের গর্ব ও অহংকারের প্রতীক, এমনটাই দাবি পুরসভার। তাই সেই সমস্ত ব্যানার ও হোর্ডিংয়ে বাধ্যতামূলকভাবে বাংলা ভাষায় লেখা থাকতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি জানাজানি হতেই সাধুবাদ জানিয়েছেন বালুরঘাটের সাধারণ মানুষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 04, 2025 6:56 PM IST