হুহু করে বাড়ছে জলস্তর, বিপদসীমার ওপরে মহানন্দা, ইংরেজবাজার ও পুরাতন মালদহে বেশ কিছু এলাকা প্লাবিত
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
প্লাবিত বহু এলাকা, বানভাসি মানুষের কষ্ট সীমাহীণ
#মালদহ: মালদহে বিপদসীমা ছাড়ালো মহানন্দা নদী। উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের জেরে মালদহে মহানন্দা নদীতে ব্যাপক জলস্তর বৃদ্ধি হয়েছে। এর জেরে ইংরেজবাজার ও পুরাতন মালদহে মহানন্দা নদীর তীরবর্তী বেশ কিছু এলাকা প্লাবিত।
বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে অসংখ্য পরিবার। বিভিন্ন স্কুলে ঠাঁই নিয়েছেন ক্ষতিগ্রস্থরা । সেচ দফতর সূত্রে খবর, মালদহে দ্রুত বাড়ছে মহানন্দা নদীর জল। সোমবার দুপুরে মহানন্দা জলস্তর বেড়ে দাঁড়িয়েছে ২১.৩৯মিটার। যা বিপদসীমার ৩৯ সেন্টিমিটার ওপরে। এদিন বেশ কয়েক দফা ভারী বৃষ্টি হয় মালদহে। সকাল থেকে আকাশ মেঘলা ছিল। দিনের বেশির ভাগ সময় ঝিরঝিরে বৃষ্টি। বেলা বাড়তেই মুষলধারে বৃষ্টি নামে মালদহে। এদিকে লাগাতার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পুরাতন মালদহের মহানন্দা বাঁধ রাস্তা। মঙ্গলবাড়ীর রবীন্দ্রপল্লী এলাকায় বাঁধ রাস্তায় ফাটল দেখা দেয়। এরফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। আতঙ্কিত হয়ে পড়েন পুরাতন মালদা পুরসভার ৮, ৯ এবং ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। খবর পেয়ে এলাকা পরিদর্শনে যান পুরাতন মালদা পুরসভার প্রশাসক কার্তিক ঘোষ। এলাকায় তড়িঘড়ি ভাঙন রোধের কাজ শুরু করা হয়। পুরাতন মালদহের অন্তত আড়াইশো পরিবার মহানন্দা জলে প্লাবিত বলে জানিয়েছেন, পুর প্রশাসক কার্তিক ঘোষ। এলাকার একাধিক স্কুল অধিগ্রহণ করে জলবন্দীদের আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এদিকে ইংরেজবাজার পুরসভার ৮,৯ ও ১২ নম্বর ওয়ার্ডের মহানন্দার তীরবর্তী বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এখনও পর্যন্ত কোনো সরকারি সাহায্য মেলেনি বলে অভিযোগ ক্ষতিগ্রস্থদের।
advertisement
Sebak DebSarma
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 20, 2020 9:13 PM IST