Looper Caterpillar Attack: ‘লুপার ক্যাটারপিলার’-এর হানায় ধংস হয়ে যাচ্ছে চা পাতা! ওষুধেও কাজ হচ্ছে না! এবার নিশ্চিন্ত, এসে গেল মোক্ষম উপায়
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
‘লুপার ক্যাটারপিলার’ শুঁয়োপোকার আক্রমণ থেকে রক্ষা পেতে এসে এল নয়া উপায়
জলপাইগুড়ি: ঝাঁটা সম রূপ হয়েছে উত্তরের সবুজ গালিচার! ডুয়ার্স-তরাইয়ের চা বাগানজুড়ে সবুজ পাতার ক্যানভাস যেন ধূসর হয়ে যাচ্ছে রাতারাতি। কীভাবে আগলে রাখা সম্ভব হবে সবুজ গালিচাকে, পথ খুঁজছে চা মহল। তা না হলে সবুজ শত্রু আক্রমণে প্রবল ক্ষতির মুখে পড়তে পারে চা শিল্প। কারা এই সবুজ শত্রু জানেন?
‘লুপার ক্যাটারপিলার’ নামের এক ভয়ঙ্কর শুঁয়োপোকা দল ছিঁড়ে ফেলছে পাতার পর পাতা, এমনকি গাছের ডাঁটাও রেহাই পাচ্ছে না। ওষুধ স্প্রে করেও মিলছে না স্বস্তি। এই পরিস্থিতিতে আশার আলো দেখাচ্ছে এক নতুন পদ্ধতি ‘আলোর ফাঁদ’। সংশ্লিষ্ট মহলের দাবি, উজ্জ্বল আলোর নিচে আঠা মাখানো পাত্র নিয়ে যখন রাতে বাগানজুড়ে ঘোরে গাড়ি, সেই আলোর দিকে আকৃষ্ট হয়ে ঝাঁপিয়ে পড়ে লুপাররা। আলোর ফাঁদেই আটকা পড়ে একের পর এক পোকা।
advertisement
advertisement
তরাইয়ের কয়েকটি বড় চা বাগানে এই পদ্ধতি ব্যবহার করে ইতিমধ্যেই মিলেছে সুফল। কনফেডারেশন অব ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী বলেন, “লুপার ক্যাটারপিলারের দাপটে কাঁচা পাতার উৎপাদন প্রায় ৩০-৩৫ শতাংশ কমবে। ওষুধে কাজ হচ্ছে না, বর্ষা ও গরম মিলিয়ে পরিস্থিতি আরও জটিল।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে চা চাষিরা বলছেন, একদিকে লাগাতার বৃষ্টি, তার পর খাঁ খাঁ রোদ—তাপমাত্রা কমেনি একটুও। এই আবহাওয়াই ডেকে এনেছে পোকার তাণ্ডব। লালপোকা, চা মশার সঙ্গে লুপারের দাপট সবচেয়ে ভয়ঙ্কর। এখন আশার আলো একটাই—লাইট ট্র্যাপিং। একর পর এক সবুজ চা বাগান বাঁচাতে যদি এই ‘আলোর পথেই’ মেলে মুক্তি, তাহলে সেটাই হবে প্রকৃত ‘কেল্লাফতে’!
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jun 11, 2025 4:07 PM IST









