ফুটবল খেলার প্রতিভাই যেন সাফল্যের চাবি! দেশের হয়ে শ্রীলঙ্কায় পাড়ি স্কুল পড়ুয়া সপ্তমীর

Last Updated:

ফুটবল খেলার প্রতি অদম্য ইচ্ছা, ভালবাসা ও আগ্রহকে বাস্তবায়িত করে দেখাল দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের বালাপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী সপ্তমী টুডু। শ্রীলঙ্কায় আন্তর্জাতিক ম্যাচে অংশ নেওয়ার সুযোগ পাওয়া তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে।

+
আন্তর্জাতিক

আন্তর্জাতিক ফুটবল খেলায় সুযোগ 

দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী : দক্ষিণ দিনাজপুর জেলা থেকে দীর্ঘ প্রায় কয়েক হাজার কিলোমিটার দূরে শ্রীলঙ্কায় পাড়ি দেবে অষ্টম শ্রেণীর ছাত্রী সপ্তমী টুডু। ফুটবল খেলার প্রতিভাই যেন তাঁর সাফল্যের টিকিট। কথায় বলে ইচ্ছে থাকলেই উপায় হয়। ফুটবল খেলার প্রতি অদম্য ইচ্ছা, ভালবাসা ও আগ্রহকে বাস্তবায়িত করে দেখাল দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের বালাপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সপ্তমী টুডু।
আরও পড়ুন: বাস্তবের র‍্যানচো! চতুর্থ শ্রেণির ছাত্রের একের পর এক আবিষ্কার, আয়ুষের প্রতিভায় অবাক সকলে
বিদ্যালয়ের সাফল্যের মুকুটে নতুন পালক যুক্ত করল সপ্তমীর অনূর্ধ্ব ১৪ আন্তর্জাতিক ফুটবল চ্যাম্পিয়নশিপে সুযোগ পাওয়ার মাধ্যমে। শ্রীলঙ্কায় আন্তর্জাতিক ম্যাচে অংশ নেওয়ার সুযোগ পাওয়া তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। বাবা রঞ্জিত টুডু প্রতিদিন জীবিকার জন্য টোটো চালান।
advertisement
আরও পড়ুন: দক্ষিণে ভ্যাপসা গরম, উত্তরে দুর্যোগের মাঝেই পুজোর আগে ফের ঘূর্ণাবর্ত! বৃষ্টি ভাসাবে রাজ্য
সামান্য জমি জমা নিয়ে সংসার চলে কষ্টে কষ্টে। কিন্তু এই অভাবই যেন সপ্তমীর ইচ্ছাশক্তিকে আরও দৃঢ় করেছে। মাটির মাঠ আর সীমিত সুযোগ সুবিধার মাঝেও ফুটবল ছিল তাঁর নেশা ও নিত্যসঙ্গী। প্রতিদিন পড়াশোনার ফাঁকে মাঠে ঘাম ঝরানো, কোচের নির্দেশ মেনে অনুশীলন সবই একটাই স্বপ্ন পূরণের জন্য। দেশের হয়ে খেলবে সে। গর্বিত করবে তাঁর জেলাকে।
advertisement
advertisement
এ বিষয়ে সপ্তমীর কোচ মঙ্গলি মার্ডি জানান, \”অনূর্ধ্ব ১৪ বছর বয়সী আন্তর্জাতিক ফুটবল চ্যাম্পিয়নশিপে সপ্তমী সুযোগ পেয়েছে। যেটা শ্রীলঙ্কায় এবং পরবর্তীতে ডেনমার্ক এ হতে পারে। তাঁর দাবি যে সমস্ত পড়ুয়ারা ফুটবল খেলতে ইচ্ছুক তাঁরা যেন স্বতঃস্ফূর্তভাবে ফুটবল কোচিংয়ে অংশ নেয়, যাতে করে ভবিষ্যতে সপ্তমীর মত আরও প্রতিভারা উঠে আসতে পারে।\”
advertisement
ক্রীড়া বিশেষজ্ঞদের মতে, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতে ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়া এখন বিশেষ প্রয়োজন। এতে ছাত্র ছাত্রীদের মোবাইলের প্রতি আসক্তি অনেকটাই কাটবে। সপ্তমীর এই সাফল্য স্কুলের ছাত্রদের খেলাধুলাতে আরও বেশি করে অনুপ্রেরণা যোগাবে। শুধু তাই নয়, গোটা আদিবাসী সমাজের চোখে আজ গর্বের আলো। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিশেষ গুরুত্ব যে রয়েছে সেটা বাস্তব করে দেখিয়ে দিল স্কুল পড়ুয়া সপ্তমী।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ফুটবল খেলার প্রতিভাই যেন সাফল্যের চাবি! দেশের হয়ে শ্রীলঙ্কায় পাড়ি স্কুল পড়ুয়া সপ্তমীর
Next Article
advertisement
ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন? চট করে অনেকের মাথাতেই আসবে না...
ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন? চট করে অনেকের মাথাতেই আসবে না...
  • ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন?

  • চট করে অনেকের মাথাতেই আসবে না.

  • দেখে নিন সঠিক উত্তরটা

VIEW MORE
advertisement
advertisement