Sangsad Ratna: পরপর দু-দুবার...! 'সাংসদ রত্ন' পেলেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার
- Reported by:SUSMITA GOSWAMI
- hyperlocal
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Sangsad Ratna: লোকসভায় বিতর্ক, বিল এবং প্রশ্ন - উত্তর পর্বে সাংসদদের উল্লেখযোগ্য পারফরম্যান্সের ওপরে ভিত্তি করে পরপর দু'বার
দক্ষিণ দিনাজপুর : ভারতীয় সংসদে অসাধারণ পারফরম্যান্সের জন্য পুনরায় ‘সাংসদ রত্ন’ হিসেবে নির্বাচিত হলেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার। ১৭ফেব্রুয়ারি ‘সাংসদ রত্ন’ অনুষ্ঠিত হওয়ার অনুষ্ঠানে শারীরিক অসুস্থতার জন্য উপস্থিত থাকতে পারেননি বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার।
‘সাংসদ রত্ন’ টিমের পক্ষ থেকে তাঁকে বাসভবনে এসে “সাংসদ রত্ন” পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। জানা গিয়েছে, রাষ্ট্রপতি থাকাকালীন ড: এপিজে আবদুল কালামের পরামর্শেই কেন্দ্রীয় সরকার চালু করেছিল “সাংসদ রত্ন” সম্মান প্রদান। বর্তমানে এই কমিটির শীর্ষে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল।
advertisement
মূলত সংসদ ভবনে সাংসদের পারফরম্যান্সের ভিত্তিতে প্রাইম পয়েন্ট ফাউন্ডেশন নামের একটি সংস্থা সাংসদের পারফরম্যান্স বিচার করে। সেই রিপোর্টের ভিত্তিতেই এই সম্মান প্রদান করা হয়। গত বছর তিনি প্রথম বার “সাংসদ রত্ন” সন্মান পেয়েছিলেন। লোকসভা সময়কালের শেষ লগ্নে জনপ্রতিনিধি হিসেবে এই তালিকায় দ্বিতীয়বার ঠাঁই হল বাংলার এই বিজেপি সাংসদের। ১৭ ফেব্রুয়ারি দিল্লিতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রাপকদের হাতে “সাংসদ রত্ন” সম্মান তুলে দেওয়া হয়।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 20, 2024 4:13 PM IST









