Sangsad Ratna: পরপর দু-দুবার...! 'সাংসদ রত্ন' পেলেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার

Last Updated:

Sangsad Ratna: লোকসভায় বিতর্ক, বিল এবং প্রশ্ন - উত্তর পর্বে সাংসদদের উল্লেখযোগ্য পারফরম্যান্সের ওপরে ভিত্তি করে পরপর দু'বার

বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার
বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার
দক্ষিণ দিনাজপুর : ভারতীয় সংসদে অসাধারণ পারফরম্যান্সের জন্য পুনরায় ‘সাংসদ রত্ন’ হিসেবে নির্বাচিত হলেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার। ১৭ফেব্রুয়ারি ‘সাংসদ রত্ন’ অনুষ্ঠিত হওয়ার অনুষ্ঠানে শারীরিক অসুস্থতার জন্য উপস্থিত থাকতে পারেননি বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার।
‘সাংসদ রত্ন’ টিমের পক্ষ থেকে তাঁকে বাসভবনে এসে “সাংসদ রত্ন” পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। জানা গিয়েছে, রাষ্ট্রপতি থাকাকালীন ড: এপিজে আবদুল কালামের পরামর্শেই কেন্দ্রীয় সরকার চালু করেছিল “সাংসদ রত্ন” সম্মান প্রদান। বর্তমানে এই কমিটির শীর্ষে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল।
advertisement
মূলত সংসদ ভবনে সাংসদের পারফরম্যান্সের ভিত্তিতে প্রাইম পয়েন্ট ফাউন্ডেশন নামের একটি সংস্থা সাংসদের পারফরম্যান্স বিচার করে। সেই রিপোর্টের ভিত্তিতেই এই সম্মান প্রদান করা হয়। গত বছর তিনি প্রথম বার “সাংসদ রত্ন” সন্মান পেয়েছিলেন। লোকসভা সময়কালের শেষ লগ্নে জনপ্রতিনিধি হিসেবে এই তালিকায় দ্বিতীয়বার ঠাঁই হল বাংলার এই বিজেপি সাংসদের। ১৭ ফেব্রুয়ারি দিল্লিতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রাপকদের হাতে “সাংসদ রত্ন” সম্মান তুলে দেওয়া হয়।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sangsad Ratna: পরপর দু-দুবার...! 'সাংসদ রত্ন' পেলেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার
Next Article
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE