বক্সা টাইগার রিজার্ভে হাতির তাড়া, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সঙ্গীতশিল্পী মনোময় ভট্টাচার্য!

Last Updated:

Manomay Bhattacharya: গাড়িতে থাকা প্রত্যেকেই আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত বুদ্ধি খাটিয়ে সাফারি চালক গাড়িটি পেছনের দিকে নিতে থাকেন। প্রায় ৪০ মিটার ধরে হাতিটি গাড়িটিকে তাড়া করে।

News18
News18
আলিপুরদুয়ার: বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে সোমবার এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হন খ্যাতনামা সঙ্গীতশিল্পী মনোময় ভট্টাচার্য ও বাচিকশিল্পী সাম্য কার্ফা। জঙ্গল সাফারির সময় বিশাল এক মাখনা হাতি তাঁদের সাফারি গাড়ির পথ আটকে দেয় এবং আচমকাই গাড়ির দিকে তেড়ে আসে। কোনও রকমে চালকের তৎপরতায় দ্রুত গাড়ি পিছু হটিয়ে প্রাণে রক্ষা পান শিল্পীরা।
advertisement
কী ঘটেছিল সাফারিতে?
২২ ও ২৩ মার্চ আলিপুরদুয়ারের একটি বেসরকারি কলেজে অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন মনোময় ভট্টাচার্য ও সাম্য কার্ফা। ২৪ মার্চ সকালে তাঁরা বক্সা টাইগার রিজার্ভের জয়ন্তীর জঙ্গলে সাফারিতে বের হন। তবে জঙ্গলের গভীরে ঢোকার পরই বিপত্তি ঘটে। বিশাল এক মাখনা হাতি, যার সঙ্গে একটি শাবকও ছিল, সাফারি গাড়ির পথ আটকে দাঁড়ায়। মুহূর্তের মধ্যে হাতিটি গাড়ির দিকে আক্রমণাত্মকভাবে তেড়ে আসে।
advertisement
সেই সময় গাড়িতে থাকা প্রত্যেকেই আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত বুদ্ধি খাটিয়ে সাফারি চালক গাড়িটি পেছনের দিকে নিতে থাকেন। প্রায় ৪০ মিটার ধরে হাতিটি গাড়িটিকে তাড়া করে। অবশেষে চালকের তৎপরতায় সবাই নিরাপদে বেরিয়ে আসেন।
advertisement
এই রোমহর্ষক ঘটনার ছবি ও ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাগ্যের জোরেই বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন পর্যটকরা।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বক্সা টাইগার রিজার্ভে হাতির তাড়া, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সঙ্গীতশিল্পী মনোময় ভট্টাচার্য!
Next Article
advertisement
ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন? চট করে অনেকের মাথাতেই আসবে না...
ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন? চট করে অনেকের মাথাতেই আসবে না...
  • ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন?

  • চট করে অনেকের মাথাতেই আসবে না.

  • দেখে নিন সঠিক উত্তরটা

VIEW MORE
advertisement
advertisement