Sadak Suraksha Abhiyan: ট্র্যাফিক পুলিশের অভিনব ভাবনায় কমছে সড়ক দুর্ঘটনা! জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Sadak Suraksha Abhiyan: ট্রাফিক পুলিশের পক্ষ থেকে শুরু করা হয়েছে একটি বিশেষ ব্যবস্থা। যেখানে রাতের গাড়ি চালকদের থামিয়ে হালকা গরম জল দেওয়া হচ্ছে যা ঘুম কাটাতে অনেকটাই সাহায্য করবে।
কোচবিহার: ইতিমধ্যেই জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে জেলার বিভিন্ন এলাকায়। ফলে রাতের সময় কুয়াশার পরিমাণ বেড়ে উঠছে কয়েকগুন। আর এই ঘন সাদা কুয়াশার মাঝে রাতের অন্ধকারে গাড়ি চালানো অনেকটাই বিপদের। তাই জেলা পুলিশের ট্রাফিক পুলিশের পক্ষ থেকে শুরু করা হয়েছে একটি বিশেষ ব্যবস্থা। যেখানে রাতের গাড়ি চালকদের থামিয়ে হালকা গরম জল দেওয়া হচ্ছে। যাতে তাঁরা সেই গরম জল দিয়ে মুখ ধুতে পারেন এবং প্রয়োজনে পান করতেও পারেন। এছাড়া দেওয়া হচ্ছে গরম লাল চা, যা ঘুম কাটাতে অনেকটাই সাহায্য করবে।
জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান, “শীতের রাতে রাস্তায় কুয়াশার পরিমাণ থাকে অনেকটাই বেশি। ফলে অনেকটাই অসুবিধায় পড়তে হয় রাতের গাড়ির চালকদের। তাই জেলা পুলিশের ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে শীতের কুয়াশার রাতে সড়ক দুর্ঘটনার পরিমাণ অনেকটাই কমবে। তাই জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন হাইওয়ে গুলিতে এই ব্যবস্থা করা হয়েছে। গোটা জেলার বিভিন্ন এলাকায়, বিভিন্ন ট্রাফিক পুলিশের অফিসার ও তাঁদের টিম মিলে এই কাজ করে চলেছেন প্রতিদিন। ফলে রাতের চালকেরা অনেকটাই আরামে চলাচল করতে পারছেন।”
advertisement
advertisement
রাতের গাড়ি চালক মিরাজুল শেখ জানান, “দীর্ঘ দিন ধরে তিনি এই গাড়ি চালক হিসেবে কাজ করছেন। প্রতিবছর শীত পড়তেই কুয়াশার রাতে অনেকটাই সমস্যায় পড়তে হয় চালকদের। তাই ট্রাফিক পুলিশের পক্ষ থেকে করা বিশেষ ব্যবস্থা অনেকটাই উপকারে লাগছে রাতের গাড়ির চালকদের। এতে রাতের ঘুম চোখে দুর্ঘটনার পরিমাণ কমবে অনেকটাই।” জেলা ট্রাফিক পুলিশের এস আই দধিরাম বর্মন জানান, “রাতের গাড়ি চালকদের থামিয়ে গরম জল দেওয়া ও চা দেওয়ার ফলে তাঁদের ঘুম কাটছে অনেকটাই। এতে রাতের কুয়াশার মধ্যে ঘুম চোখে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা হবে না।”
advertisement
বিগত বছরের তুলনায় চলতি বছরে রেকর্ড হারে কমেছে জেলার সড়ক দুর্ঘটনা। ফলে অনেকটাই খুশি জেলার মানুষেরা। শীতের রাতেও ট্রাফিক পুলিশ যেভাবে ডিউটি করে চলেছে। গোটা এই উদ্যোগকে অনেকটাই সাধুবাদ জানিয়েছেন জেলার মানুষেরা। এতে সড়ক দুর্ঘটনার পরিমাণ আরও অনেকটাই কমবে বলে মনে করছেন বেশিরভাগ মানুষ। তবে রাতের অন্ধকার কুয়াশায় ঘেরা ফাঁকা রাস্তায় কোনও টাকা ছাড়াই গরম জল এবং চা পেয়ে অনেকটাই খুশি রাতের গাড়ির চালকেরা।#NationalHighwaysAuthorityofIndia
advertisement
#NHAI
#MinistryOfRoadTransportAndHighways
#MORTH
#NitinGadkari
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 08, 2025 6:36 PM IST