Sabuj Sathi Cycle : স্কুল-টিউশন বন্ধ! স্বপ্নের 'সবুজ সাথী' ২৫০ টাকায় বিকোচ্ছে ফেরিওয়ালার কাছে...

Last Updated:

Sabuj Sathi Cycle : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) স্বপ্নের প্রকল্প সবুজ সাথী। ছাত্রছাত্রীদের সুবিধার জন্যেই এই প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) স্বপ্নের প্রকল্প সবুজ সাথী(Sabuj Sathi Project)। ছাত্রছাত্রীদের সুবিধার জন্যেই এই প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী। কিন্তু প্রায় দু'বছর যাবৎ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে আছে। এমনকি বন্ধ গৃহ শিক্ষকদের কাছে যাওয়াটুকুও। তাই ছাত্রছাত্রীদের জন্য দেওয়া সবুজ সাথী সাইকেল বাড়িতে পড়েই নষ্ট হচ্ছে। আর্থিক সংকটের কারণে পড়ে থাকা সবুজ সাথীর সাইকেল এবার জলের দামে ফেরিওয়ালার কাছে অভিভাবকরা বিক্রি করে দিচ্ছেন।
advertisement
আনন্দ দাস নামে এক ফেরিওয়ালা জানান, রায়গঞ্জ শহরে ফেরি করার সময় মাত্র ২৫০ টাকার বিনিময়ে একটি সাইকেল কিনে এনেছেন তিনি। ২৫/৩০ টাকা লাভে তিনি তার মহাজনের কাছে সাইকেলটি বিক্রি করে দেবেন। দেখা যায় সেটি সবুজ সাথী প্রকল্পের দেওয়া সাইকেল। আনন্দ জানান, প্রায় প্রতিদিনই তিনি এধরনের সাইকেল পাচ্ছেন তিনি। তার কাছে অবশ্য কোনটা 'সবুজ সাথী' আর কোনটা সাধারণ সাইকেল সেটা কোনও মানে রাখে না। তিনি ফেরি করে কিনে নিয়ে গিয়ে সামান্য লাভে তা বিক্রি করে দেন।
advertisement
advertisement
এক অভিভাবক হেমেন্দ্র নাথ বর্মন  জানান, দীর্ঘদিন যাবৎ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। লকডাউনের কারনে রুটিরুজি বন্ধ অনেকেরই। কারণ কাজের সন্ধানে তাঁরা বাইরে যেতে পারছেন না। চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন। সংসার চালানো চরম কষ্টের। তাই বাড়িতে পড়ে নষ্ট হচ্ছে মেয়ের সাইকেলটি। সেটি বিক্রি করে সামান্য হলেও কিছু আর্থিক সংস্থান করতে পেলেন।
advertisement
হেমেন্দ্র বাবুর কাতর আবেদন, করোনা সংকট কাটিয়ে সমাজ স্বাভাবিক জনজীবনে ফিরে আসুক। নইলে তাদের মত অসহায় সংসারগুলো নষ্ট হয়ে যাবে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষকদের বেতন বন্ধ হয়নি। ফলে স্কুল বন্ধ থাকলেও তাঁদের কিছু যায় আসে না। এই অবস্থার পরিবর্তনের জন্য সরকারের কাছে আবেদন আবেদন জানান হেমেন্দ্র।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sabuj Sathi Cycle : স্কুল-টিউশন বন্ধ! স্বপ্নের 'সবুজ সাথী' ২৫০ টাকায় বিকোচ্ছে ফেরিওয়ালার কাছে...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement