কী খেতে চান? ডাকলেই হাজির ‘পান্ডা’! এই বিদেশি পান্ডাকে দেখতেই রেস্তোরাঁয় উপচে পড়া ভিড়
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Ankita Tripathi
Last Updated:
Food: বিদেশ থেকে আশা পান্ডা খাবার সার্ভ করছে মালদহে। এই বিদেশি পান্ডা হচ্ছে আসলে একটি রোবট। যে মালদহের এক রেস্তোরাঁয় খাবার দিচ্ছে গ্রাহকদের। জেলায় এই প্রথম কোন রোবট খাবার সার্ভ করছে রেস্তোরাঁয়। এই রোবটের কার্যকলাপ দেখতে ভিড় জমাচ্ছেন জেলার খাদ্যরসিকরা।
মালদহ: গ্রাহকদের টেবিলে গিয়ে খাবার পরিবেশন করছে বিদেশ থেকে আসা ‘পান্ডা’। কে এই পান্ডা? জানলে অবাক হবেন। মালদহের এক রেস্তোরাঁয় বিদেশি পান্ডার এমনই কান্ড দেখে অবাক সকলে। পেছনে ঘুরে তাকালেই খাবারের টেবিলে অর্ডার নিতে হাজির হচ্ছে এই পান্ডা। আসলে এই পান্ডা টা হচ্ছে বর্তমান আধুনিক প্রযুক্তির রোবট। যার নাম দেওয়া হয়েছে পান্ডা।
মালদহের নিত্যানন্দপুরের ১২ নম্বর জাতীয় সড়কের বাইপাস লাগোয়া এক রেস্তোরাঁয় বিদেশি রোবটের এমন কীর্তি নজর কেড়েছে সকলের। জেলায় এই প্রথম এবার কোন রেস্তোরাঁয় খাবার পরিবেশন করবে রোবট।
advertisement
advertisement
আধুনিক প্রযুক্তির এই রোবটের কার্যকলাপ দেখতে রেস্তোরাঁয় ভিড় জমাচ্ছেন জেলার খাদ্যরসিকরা। এই প্রথম মালদহের রেস্তোরাঁয় খাবার পরিবেশনে এমন আধুনিক প্রযুক্তির ব্যবহার নজর কেড়েছে সকলের।
রেস্তোরাঁয় আধুনিক প্রযুক্তির রোবটের ব্যবহার হলেও প্রয়োজন হারায়নি ওয়েটারের। হাত না থাকায় রোবটকে পরিচালনা করতে প্রয়োজন পড়ছে অপারেটরের। তাই রোবটটিকে পরিচালনার জন্য অপারেটর হিসেবে কাজ করছেন ওয়েটাররা। খাবারের মেনু কার্ডের অর্ডার পেয়ে মুহূর্তে পৌঁছে যাচ্ছে গ্রাহকদের টেবিলে। রেস্তোরাঁয় প্রায় ৬০ টি টেবিলে ঘাড়ে করে খাদ্য পরিবেশন করছে বিদেশি এই রোবট।
advertisement
বিরিয়ানি, মাংস, ভাত থেকে শুরু করে বিভিন্ন রকমের প্রায় ৩০ কেজি ওজন খাবার বহন করতে পারবে এই রোবট। মালদহ জেলায় এই প্রথম খাবার পরিবেশনের এমন প্রযুক্তি দেখতে ভিড় জমাচ্ছেন জেলার খাদ্যরসিকরা।
advertisement
জি.এম মোমিন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 26, 2025 5:17 PM IST







