PARTHA PRATIM SARKAR#শিলিগুড়ি:মহানন্দা নিয়ে বাড়ছে উদ্বেগ। দূষণের তালিকায় রাজ্যে সবচেয়ে উপরে মহানন্দার নাম। বারবার উদ্যোগ নিয়েও হাল ফেরেনি। দূষণ রুখতে এবার নয়া উদ্যোগ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের। জল পরিশোধনে তৈরি হবে ট্রিটমেন্ট প্লান্ট। এককালে এই মহানন্দাতেও বইত স্বচ্ছ কাঁচের মত জল। বর্ষায় দুকূল ছাপিয়ে উচ্ছাস...কিন্তু আজ নদীর বুকে মারণ রোগের বাসা। দূষণে জেরবার মহানন্দা। ইতিউতি প্লাস্টিক, নোংরা, আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে... নদীর পারে ঘুরে বেড়াচ্ছে শূকর.. রিপোর্ট বলছে রাজ্যের মধ্যে সবচেয়ে দূষিত নদী এই মহানন্দা। রাজ্যে ১৭ টি নদীর বিভিন্ন অংশ দূষিত বলে চিহ্নিত। তালিকায় সবচেয়ে উপরে মহানন্দা। নদীতে ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়ার পরিমাণ মাত্রাতিরিক্ত। কারণ হিসাবে উঠে আসছে নদীর পারে একাধিক খাটাল। নদীতে গবাদি পশুর স্নান। মানুষের মল-মূত্র থেকেও বাড়ছে কলিফর্ম। শিলিগুড়ির ৯৪ ছোট-বড় নালার জল মিশেছে মহানন্দায়। মহানন্দাকে দূষণমুক্ত করতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু তাতেও হাল ফেরেনি । মাঝপথেই মুখ থুবড়ে পড়েছে মহানন্দা অ্যাকশন প্ল্যান।
এবারও নতুন উদ্যোগের কথা ঘোষণা করেছে দূষণ নিয়ন্ত্রন পর্ষদ। তৈরি করা হবে ট্রিটমেন্ট প্লান্ট। প্লান্টের মাধ্যমে নালার জল পরিশোধিত হয়ে নদীতে মিশবে। কিন্তু তা আদৌ বাস্তবায়িত হবে কি? মহানন্দা কি তার হারানো ছন্দ খুঁজে পাবে? অপেক্ষায় পরিবেশপ্রেমীরা। এর আগে নদী বাঁচাও কমিটি একটি রিপোর্টে মহানন্দাকে দূষণে শীর্ষে রেখেছিল। তারাও শিলিগুড়ি পুরসভার কাছে রিপোর্ট জমা দিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবী জানিয়েছিল। চেয়ারম্যান জানান, 'শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের পরিকাঠামো তাদের হাতে তুলে দিলে তারাই ট্রিটনেন্ট প্ল্যান্ট তৈরী করবে। এজন্য একটি বিদেশী সংস্থার সঙ্গেও কথা বলছে তারা।' মহানন্দা নদীর দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ মন্ত্রী সৌমেন মহাপাত্র।
Published by:Ananya Chakraborty
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।