River Erosion: বর্ষার শুরুতেই ফুঁসছে টাঙ্গন নদী, ভাঙন আতঙ্কে গোটা এলাকা
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
River Erosion: প্রতি বছরই টাঙ্গন নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকার মানুষ ভাঙনের শিকার ন। বর্ষা এলেই এখানকার গ্রামগুলিতে কার্যত আতঙ্ক দেখা দেয়
উত্তর দিনাজপুর: বর্ষার শুরুতেই ভাঙন আতঙ্ক জেলায়। ফুঁসছে টাঙ্গন নদী। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী রধিকাপুরের বেশ কয়েকটা গ্রামের মানুষ ভয়ঙ্কর নদী ভাঙনের কবলে পড়েছেন। আতঙ্কের মধ্যে দিন কাটছে।
প্রতি বছরই টাঙ্গন নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকার মানুষ ভাঙনের শিকার ন। বর্ষা এলেই এখানকার গ্রামগুলিতে কার্যত আতঙ্ক পড়ে যায়। বসবাসকারী মানুষদের মনে আতঙ্ক বাসা বাঁধে, কখন জানি বসতবাড়ি ,ফসলি জমি ভিটেমাটি নদীগর্ভে চলে যায়।এলাকাবাসীরা জানান, রোজ একটু একটু করে তিলে তিলে গড়ে তোলা ভিটেমাটি নদীগর্ভে বিলীন হচ্ছে। চোখের সামনে অসহায়ের মত এই দৃশ্য দেখেও আটকানোর উপায় নেই। শুধু তাই নয় এই এলাকার মেয়েদেরও বিয়ে আটকে যায় এই নদী ভাঙনের কারণে।
advertisement
advertisement
চার বিঘা বাঁধের জমি এখন তীব্র ভাঙনের কবলে পড়েছে। প্রতিবারই প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয় যে এ বার বাঁধ সংস্কার করা হবে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে এলাকাবাসীদের অভিযোগ। বাড়ি-ঘর ভেঙে যাওয়ার পাশাপাশি চাষের জমিও নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। সব মিলিয়ে প্রবল আতঙ্কে এই এলাকার হাজার হাজার মানুষ। ভবিষ্যৎ কী সেটা বড়ই অস্পষ্ট তাঁদের কাছে।
advertisement
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 03, 2024 8:11 PM IST