Load Shedding Problem: বর্ষাকালে বিদ্যুৎ না থাকাটাই যেন এই গ্রামের নিয়ম!

Last Updated:

Load Shedding Problem: উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের ফতেপুর গ্রামে বর্ষাকালে বিদ্যুৎ সঙ্কট অতি পরিচিত ছবি। এই সমস্যার সমাধানে বহুবার স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেছেন, বিক্ষোভ দেখিয়েছেন। কিন্তু কাজের কাজ কিছুতেই হয়নি

+
বিদ্যুৎ 

বিদ্যুৎ 

উত্তর দিনাজপুর: এই গ্রামে বিদ্যুৎ থাকা ও না থাকাটা যেন সময় ঘড়ির কাঁটা মেনে চলে। বর্ষাকাল এলেই বিদ্যুৎহীন হয়ে পড়ে গোটা ফতেপুর গ্রাম! কখনও ১০ ঘণ্টা আবার কখনও ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না এখানে। ফলে তীব্র তাপদাহের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে এই গ্রামের বাসিন্দারা।
উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের ফতেপুর গ্রামে বর্ষাকালে বিদ্যুৎ সঙ্কট অতি পরিচিত ছবি। এই সমস্যার সমাধানে বহুবার স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেছেন, বিক্ষোভ দেখিয়েছেন। কিন্তু কাজের কাজ কিছুতেই হয়নি। তবে বর্ষাকালে সমস্যা বাড়লেও প্রায় সারা বছরই দিনের অর্ধেক সময় বিদ্যুৎ থাকে না এই গ্রামে। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় ছোট থেকে বড় সকলকে। বিদ্যুৎ সঙ্কটের কারণে একদিকে যেমন বাচ্চাদের পড়াশুনোয় ব্যাঘাত ঘটে, অন্যদিকে তেমনই কৃষিকাজ ব্যাহত হয়। বাড়িতে অসুস্থ রোগী থাকলে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে।
advertisement
advertisement
রাতে দীর্ঘ সময় লোডশেডিং হওয়ায় নির্ঘুম রাত কাটাতে হয় এই গ্রামের বাসিন্দাদের। এই প্রসঙ্গে দোমোহনা গ্রাম পঞ্চায়েতের প্রধান মহম্মদ সেলিম বলেন, বর্ষাকাল এলেই প্রায় দিন ঘনঘন লোডশেডিং হয়। এমন পরিস্থিতিতে ঘরে-বাইরে কোথাও যেন স্বস্তি নেই। বরং দিন দিন লোডশেডিং বাড়ছে। বারবার বিষয়টি বিদ্যুৎ দফতরকে জানিয়েও সমস্যার সুরাহা হয়নি বলে জানান তিনি। এই নিয়ে গ্রামের বাসিন্দারা রীতিমত ক্ষোভে ফুঁসছেন।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Load Shedding Problem: বর্ষাকালে বিদ্যুৎ না থাকাটাই যেন এই গ্রামের নিয়ম!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement