Crack in Embankment: বর্ষায় আত্রেয়ীর বাঁধে ফাটল, সেতুর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

Last Updated:

Crack in Embankment: বালুরঘাট শহরের চকভৃগু এলাকায় সরোজ রঞ্জন সেতুর কাছে আত্রেয়ী নদীর বাঁধে ওই ফাটল দেখা দিয়েছে। বাঁধে ফাটল ধরতেই সেতুর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে

+
বাঁধে

বাঁধে ফাটল ধরতেই বড়সড় চিন্তার ভাঁজ স্থানীয়দের 

দক্ষিণ দিনাজপুর: বর্ষা ঢুকতেই উত্তরবঙ্গের নদীগুলি উত্তাল হয়ে উঠেছে। পাহাড় থেকে সমতলে পুরোদমে ঢুকে গিয়েছে বর্ষা। জলের তোড়ে আত্রেয়ী নদীর বাঁধে বড়সড় ফাটল দেখা দিয়েছে। এই ফাটল ঘিরেই ব্যাপক আতঙ্কে বিস্তীর্ণ এলাকার মানুষ। প্রমাদ গুনতে শুরু করেছে আত্রেয়ী নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা।
বালুরঘাট শহরের চকভৃগু এলাকায় সরোজ রঞ্জন সেতুর কাছে আত্রেয়ী নদীর বাঁধে ওই ফাটল দেখা দিয়েছে। বাঁধে ফাটল ধরতেই সেতুর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রবল চিন্তিত স্থানীয়রা। এদিকে বৃষ্টির জেরে আত্রেয়ী নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। ফলে ওই ফাটল বড় হয়ে যে কোনও সময়ে বাঁধ ভেঙে যেতে পারে। আর তাহলেই ভেসে যেতে পারে সংলগ্ন এলাকাগুলি। খবর পেয়ে এদিন‌ই সেচ দফতরের ইঞ্জিনিয়াররা আত্রেয়ী নদীর বাঁধের ওই ফাটল পরিদর্শন করেন। ছবিও তোলেন তাঁরা। কিন্তু বর্ষার সময় বাঁধ মেরামতের কাজ সেভাবে করা যাবে না। এই বিষয়টাই ভাবাচ্ছে প্রশাসনকে।
advertisement
advertisement
সেচ দফতর সূত্রে খবর, বাঁধ মেরামত কাজ পূর্ত দফতরের অধীনে হবে। ফলে বিষয়টি পূর্ত দফতরকে জানানো হয়েছে। এদিকে বর্ষার মরশুম শুরু হয়েছে। ফলে শহরের ওপারে অনেক জায়গাতেই বাঁধের নানা অংশ দুর্বল হয়ে পড়েছে। সব মিলিয়ে আশঙ্কা ও আতঙ্ক ক্রমশ‌ই বাড়ছে।
advertisement
এই বিষয়ে বালুরঘাট সদরের সেচ দফতরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অঙ্কুর মিশ্র বলেন, আমরা ওই জায়গা পরিদর্শন করলাম। ওই জায়গায় একটা গর্ত রয়েছে। সেই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তবে ওই জায়গাটি পূর্ত দফতরের অধীনে রয়েছে৷ তাই বিষয়টি তাঁদের‌ও জানানো হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বর্ষাকাল এলেই চকভৃগু এলাকা জুড়ে বিভিন্ন জায়গায় বাঁধে ফাটল কিংবা এলাকা জুড়ে বাঁধের মাটি সরে গিয়ে জল ঢুকে যাওয়ার ঘটনা ঘটেই থাকে। পাশাপাশি কংক্রিটের বাঁধানো বাঁধে এত বড় গর্ত হল কী করে তা নিয়েও উঠছে প্রশ্ন। ওই গর্ত দিয়ে একজন মানুষ পর্যন্ত ঢুকে যেতে পারবে৷ শুধুমাত্র এই জায়গা নয়, গোটা চকভৃগু বাঁধের নানা অংশ জুড়েই পরিস্থিতি সুবিধাজনক জায়গায় নেই বললেই চলে। এমনকি নিয়মিত বাঁধের সংস্কার করা হয় না বলেও অভিযোগ উঠেছে।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Crack in Embankment: বর্ষায় আত্রেয়ীর বাঁধে ফাটল, সেতুর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement