Jalpaiguri News: ফের ময়দানে রেড ভলান্টিয়ার্স, পডুয়াদের জন্য করল এমন কাজ, কুর্নিশ জানাচ্ছেন সকলে

Last Updated:

Red volunteers: নির্বাচনে রাজ্যে ফল শূন্য। এই রাজ্যে কোথাও কোনও আসন নেই বামের। তাসত্ত্বেও শিক্ষার ক্ষেত্রে বামের ওপরই ভরসা করছে নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীরা।

+
SFI

SFI ভর্তির জন্য সহায়ক কেন্দ্র খুলেছে

জলপাইগুড়ি: নির্বাচনে রাজ্যে ফল শূন্য। এই রাজ্যে কোথাও কোনও আসন নেই বামের। তাসত্ত্বেও শিক্ষার ক্ষেত্রে বামের ওপরই ভরসা করছে নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীরা। আর এতেই নতুন প্রজন্মের ওপর খানিক আশার আলো দেখছে বাম শিবির। সম্প্রতি কলেজে ভর্তির আবেদন অন লাইন প্রক্রিয়ার মাধ্যমে শুরু হয়েছে,। ছাত্র ছাত্রীদের এই প্রক্রিয়ায় সাহায্য করে এগিয়ে এসেছে ডান থেকে বামপন্থী সব রাজনৈতিক দলের ছাত্র সংগঠন।
জলপাইগুড়িতে কলেজ ভর্তির ক্ষেত্রে অন্যান্য সংগঠনের তুলনায় ভিড় দেখা গেল বাম সংগঠনের সহায়তা কেন্দ্রে। জলপাইগুড়ি সহ জেলার পার্শ্ববর্তী এলাকার ছাত্র-ছাত্রীরা, যারা এ বছর কলেজে ভর্তি হবে তাদের জন্যে বিনামূল্যেই এই পরিষেবা চালু করেছে রেড ভলেন্টিয়ার সদস্যরা। সেখানে সদস্যরা সদা বসে রয়েছে ছাত্র-ছাত্রীদের যে কোন সমস্যা সমাধানে পরিষেবা দেওয়ার জন্য।
যে ছবি অবাক করছে তা হল অন্যান্য দলের সহায়তা কেন্দ্রের তুলনায় চোখে পড়ার মতন ভিড় জমেছে রেড ভলেন্টিয়ারদের সহায়তা কেন্দ্রে। ছাত্র-ছাত্রীদের কী কী নিয়ে যেতে হবে? সহায়তা কেন্দ্র থেকে জানানো হয়েছে, ছাত্র-ছাত্রীদের দ্বাদশ শ্রেণীর এডমিট কার্ড, মার্কশিট এবং এক কপি ছবি নিয়ে যোগাযোগ নম্বর -+91 75508 39868-এতে যোগাযোগ করলেই মিলবে বিনামূল্যে পরিষেবা।
advertisement
advertisement
ছাত্র-ছাত্রীদের যে কোনও অসুবিধায় পাশে দাঁড়াবে বাম, এমনটাই জানালো বামফ্রন্ট ছাত্র সংগঠন। আপাতত, জলপাইগুড়ি কদমতলা মোড়ে এবিটিএ হলে চলছে বিনা পয়সায় এই অনলাইন ফর্ম ফিলাপ প্রক্রিয়া। বাম সংগঠনের এতো ভাল পরিষেবা পেয়ে খুশি সদ্য কলেজের পথে পা দেওয়া ছাত্রছাত্রীরাও।
advertisement
সুরজিৎ দে
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: ফের ময়দানে রেড ভলান্টিয়ার্স, পডুয়াদের জন্য করল এমন কাজ, কুর্নিশ জানাচ্ছেন সকলে
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement