Rash Chakra: আজও রীতি মেনে রাস চক্র নির্মাণ করে এই পরিবার, প্রথা মেনে বসে ঐতিহ্যবাহী মদনমোহন দেবের রাসমেলা!

Last Updated:

রাজ আমলে শুরু হওয়ার রাস মেলার ঐতিহ্যবাহী এই রাস চক্র চার পুরুষ ধরে নির্মাণ করে আসছেন এক পরিবার বংশপরম্পরায়। রাজার আদেশ এই এই রাস চক্র নির্মাণ শুরু করে এই পরিবার।

+
প্রতিকী

প্রতিকী ছবি

কোচবিহার: জেলা কোচবিহারের রাজ আমলে স্থাপন করা হয়েছিল মদনমোহন বাড়ি। দীর্ঘ সময় ধরে এই রাজ আমলের মদনমোহন বাড়িতে মদনমোহন দেবের রাসযাত্রা অনুষ্ঠিত হয়। এই দীর্ঘ সময়ের পুরনো এই প্রাচীন মন্দিরের রাস যাত্রার এক বিশেষ ঐতিহ্য হলো রাস চক্র। রাজ আমলে শুরু হওয়ার রাস মেলার ঐতিহ্যবাহী এই রাস চক্র চার পুরুষ ধরে নির্মাণ করে আসছেন এক পরিবার বংশপরম্পরায়। রাজার আদেশ এই এই রাস চক্র নির্মাণ শুরু করে এই পরিবার। তারপর কেটে গিয়েছে অনেকটা সময়। আজও নিয়ম মেনে এই কাজ করে থাকেন এই পরিবারের মানুষেরা।
বর্তমান সময়ে রাস চক্রের কারিগর আমিনুর হোসেন জানান, “দীর্ঘ প্রায় চার পুরুষ ধরে এই রাস চক্র নির্মাণ কাজ করে আসছে তাঁর পরিবার। কিছুদিন আগে পর্যন্ত তাঁর বাবা এই কাজ করতেন। তবে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ার কারণে এই কাজ করতে পারছেন না। তাই গত বছর থেকে তাঁর কাঁধেই পড়েছে রাস চক্র নির্মাণের দায়িত্ব। কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে নিয়ম মেনে নিরামিষ খাবার খেয়ে শুরু করতে হয় রাস চক্র নির্মাণের কাজ। তারপর টানা একমাস ধরে চলে এই পর্ব। রাস পূর্ণিমার আগে সম্পন্ন হয় রাস চক্র নির্মাণের কাজ।”
advertisement
advertisement
তিনি আরও জানান, “রাস পূর্ণিমার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় লাগে এই গোটা চক্রকে মদনমোহন বাড়িতে স্থাপন করতে। চক্র মূলত নির্মাণ করা হয় বাঁশ, বাঁশের কাঠি, আঠা, কাগজ, রঙ, সুতো, পাটের দড়ি এবং ভগবানের ছবি দিয়ে। এই চক্রকে এমন ভাবে নির্মাণ করা হয় যাতে এই চক্র ঘোরানো সম্ভব হয়। রাস পূর্ণিমার উপলক্ষে বহু মানুষ দূর-দূরান্ত থেকে মদনমোহন বাড়িতে এসে থাকেন রাস চক্র ঘোরানোর জন্য। দীর্ঘ সময় ধরে এই রাস চক্র কোচবিহার জেলার অন্যতম প্রাচীন ঐতিহ্য।”
advertisement
দীর্ঘ সময়ের এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে প্রাচীন রাজ আমলের রীতি প্রথা মেনে এই কাজ করে থাকেন এই পরিবারের মানুষেরা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আজও অক্ষুন্ন রাখা হয়েছে সমস্ত রীতি প্রথা। তাই শুধুমাত্র জেলায় নয় জেলা এবং রাজ্যের বাইরেও সমান প্রসিদ্ধ জেলা কোচবিহারের এই ঐতিহ্যবাহী রাসমেলা।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Rash Chakra: আজও রীতি মেনে রাস চক্র নির্মাণ করে এই পরিবার, প্রথা মেনে বসে ঐতিহ্যবাহী মদনমোহন দেবের রাসমেলা!
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement