Pangolin Rescued: মুষলধারায় বৃষ্টির মধ্যেই উদ্ধার এই দুর্লভ ও বিলুপ্তপ্রায় প্রাণী, চাঞ্চল্য আলিপুরদুয়ারে
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Pangolin Rescued: বিলুপ্তপ্রায় প্রাণীটিকে দেখতে উপচে পড়ে গ্রামবাসীদের ভিড়
জলদাপাড়া : ঘোর বর্ষায় উদ্ধার বিলুপ্তপ্রায় প্রাণী প্যাঙ্গোলিন। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ডুয়ার্সের মুন্সিবাজারে। বুধবার রাত থেকেই ডুয়ার্সে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। তার মাঝেই বৃহস্পতিবার সকালে অদ্ভুতদর্শন প্রাণীকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের শালকুমার মুন্সিপাড়ায়।
জানা গিয়েছে মু্ন্সিপাড়ার স্থানীয় বাসিন্দা শচীন্দ্রনাথ সরকার প্রথম বার প্যাঙ্গোলিনটিকে দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি ডেকে নিয়ে যান ছেলেকে। পরে ওঁরা জানতে পারেন এই প্রাণীটি বেশি পরিচিত বনরুই বলে। এর পোশাকি পরিচয় প্যাঙ্গোলিন। বিলুপ্তপ্রায় প্রাণীটিকে দেখতে উপচে পড়ে গ্রামবাসীদের ভিড়।
advertisement
স্থানীয় বাসিন্দারা খবর দেয় বন দফতরকে। ঘটনাস্থলে এসে পৌঁছন জলদাপাড়া শিসামারার বনকর্মীরা। দুর্লভ প্যাঙ্গোলিনকে উদ্ধার করে তাঁরা নিয়ে যান। বনকর্মীরা জানিয়েছেন উদ্ধার করা প্যাঙ্গোলিনটিকে ছেড়ে দেওয়া হবে জলদাপাড়া জাতীয় উদ্যানে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 13, 2023 1:41 PM IST