Ramadan Month Special Story: রোজা রেখে ১৬০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পাড়ি! আজমীর শরিফ যাচ্ছেন রাজ্যের ৩ যুবক
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:PIYA GUPTA
Last Updated:
রমজান মাসের রোজা রেখেই এই তিন যুবক পায়ে হেঁটে রওনা দিল আজমীর শরিফের উদ্দেশ্যে। তিনজনেরই বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকে
উত্তর দিনাজপুর: শুরু হয়েছে পবিত্র রমজান মাস। ভোরে সূর্য ওঠার আগেই সেহরি সেরে রোজা রাখছেন ধর্মপ্রাণ মুসলমানরা। নিয়ম মাফিক সূর্য ডোবার পর ইফতার পালন করে রোজা ভাঙছেন তাঁরা। পবিত্র রমজান মাসে অনেকেই পুণ্য অর্জনের জন্য আজমীর শরিফের দরগায় যান। কিন্তু তা বলে পায়ে হেঁটে আজমীর শরিফ দর্শন! সেই আপাতও অসম্ভব বিষয়টি সম্ভব করতে চলেছে উত্তর দিনাজপুরের তিন যুবক।
রমজান মাসের রোজা রেখেই এই তিন যুবক পায়ে হেঁটে রওনা দিল আজমীর শরিফের উদ্দেশ্যে। তিনজনেরই বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের মিলনপল্লি এবং আমা বাগান এলাকায়। ওই তিনজনের নাম হল সরফরাজ আলম, ওয়াসিম আলম এবং আফজাল আলম। তাঁরা দীর্ঘ ১৬০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পাড়ি দিয়ে এক মাসে রাজস্থানের আজমীর শরিফ পৌঁছবেন। পিঠে ভারতের জাতীয় পতাকা ও পেছনে একটি ভারী ব্যাগে পোস্টার সেঁটে পথ হাঁটছেন ওই যুবকরা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
তাঁদের আজমীর শরিফ যাওয়ার মূল উদ্দেশ্য হল ঈশ্বর ও মানুষের সেবায় জীবন নিয়োজিত করার বার্তা দেওয়া। এই প্রসঙ্গে ওই তিনজনের অন্যতম ওয়াসিম আলম জানান, টাকা পয়সা নয়, ভগবানের সেবাই পরম ধর্ম। আমরা ইসলাম ধর্মে জন্মেছি। তিন বন্ধু মিলে প্রথমে ফেসবুকে রিলস ও ভিডিও বানাতাম। তারপর সেটা ছেড়ে তিন বন্ধু মিলেই সিদ্ধান্ত নিয়েছি ঈশ্বরের সেবায় জীবন নিয়োজিত করব। রাস্তায় যেতে যেতে যদি সাধারণ দুঃস্থ মানুষদের উপকার করতে পারি সেই চেষ্টা করব।
advertisement
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 14, 2024 9:31 PM IST