কালিম্পং, মিরিকেও চলবে টয়ট্রেন? ইঙ্গিত সাংসদ রাজু বিস্তার

Last Updated:

আগামী দিনে মিরিক, কালিম্পং-সহ অন্য পাহাড়ী এলাকাতেও প্রভাব বাড়াবে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (DHR)-র। মঙ্গলবার বিকেলে দার্জিলিং স্টেশন পরিদর্শনের পর এ'কথা জানান সাংসদ রাজু বিস্তা।

#শিলিগুড়ি: আগামী দিনে মিরিক, কালিম্পং-সহ অন্য পাহাড়ী এলাকাতেও প্রভাব বাড়াবে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (DHR)-র। মঙ্গলবার বিকেলে দার্জিলিং স্টেশন পরিদর্শনের পর এ'কথা জানান সাংসদ রাজু বিস্তা। তিনি জানান, '' DHR বেসরকারীকরণ হচ্ছে না। গত বছরে এ'নিয়ে আন্দোলনে নেমেছিল বিজিপিএম। উলটে দার্জিলিং, কার্শিয়ং, ঘুম, মহানদী, গয়াবাড়ি, সোনাদার মতো হেরিটেজ স্টেশনগুলিকে সাজিয়ে তোলা হবে। অত্যাধুনিক রূপ দেওয়া হবে। তার কাজ শুরু হয়েছে। আর্থিক দিক দিয়েও লাভবানের পথে হাঁটছে DHR।''।
পুজোর মুখে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে চালু হয়েছে টয় ট্রেন পরিষেবা।   ১৭ মাইল এলাকায় ধসের কারণে গত ৩ সেপ্টেম্বর থেকে শিলিগুড়ি-দার্জিলিং রুটে বন্ধ টয় ট্রেন চলাচল। ধস সরিয়ে বিভিন্ন সময়ে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ওই ট্রেন চালানোর পরিকল্পনা করলেও তা ভেস্তে যায়। সেই বিপর্যয় কাটিয়ে পুজোর মুখে শুরু  টয় ট্রেন পরিষেবা।  শিলিগুড়ি থেকে সোম, বুধ এবং শনিবার এসি কোচে যাওয়া যাবে। পাশাপাশি, দার্জিলিং থেকে মঙ্গল, বৃহস্পতি এবং রবিবার এসি কোচে যেতে পারবেন পর্যটকরা।
advertisement
অন্যদিকে, পাহাড়ের চা-বাগান শ্রমিকদের হাতে এক কিস্তিতেই ২০ শতাংশ বোনাস দিতে হবে এবং তা পরশু দিনের মধ্যে। আর তা না দিলে চা গাছের গোঁড়ায় ১ লিটার রক্ত ঢালবেন তিনি নিজে। শ্রমিকদের রক্ত দিয়ে তৈরী দার্জিলিং চা, দার্জিলিং টি হল ব্লাড-টি, এই বার্তাই দেশ-বিদেশের চা পানীয়দের কাছে তুলে ধরবেন। আজ দার্জিলিংয়ে এই হুঁশিয়ারি দেন হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড। ইতিমধ্যেই তাঁর শতাব্দী প্রাচীন গ্লেনারিজে দার্জিলিং চা বিক্রি বন্ধ করে দিয়েছেন। এতে ক্ষতি হচ্ছে ঠিকই, তবে শ্রমিকদের পাশে থাকার বার্তা দিয়েছেন। তিনি বলেন, '' এটি নেপালি জাতির আন্দোলন।'' এখানে রাজনীতি না দেখে অনীত থাপাকেও যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। তাঁর অভিযোগ, '' ভোটের আগে তো বহু প্রতিশ্রুতি দিয়েছিলেন, এখন অনীত কোথায়?''
advertisement
advertisement
ParthaPratim Sarkar
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
কালিম্পং, মিরিকেও চলবে টয়ট্রেন? ইঙ্গিত সাংসদ রাজু বিস্তার
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement