Rajganj BDO Controversy: ২০ থেকে ২৯ অক্টোবর কেন কলকাতায়? স্বর্ণ ব্যবসায়ীকে খুনের অভিযোগে মুখ খুললেন রাজগঞ্জের বিডিও-র! বক্তব্যেও অসঙ্গতি

Last Updated:

মৃতের পরিবারের অভিযোগ, বিডিও প্রশান্ত বর্মনের বাড়িতে কিছুদিন আগে সোনার গয়না চুরি হয়৷ সেই গয়না ওই ব্যবসায়ীর দোকানে বিক্রি করা হয় বলে দাবি করেন ওই বিডিও৷

মৃত ব্যবসায়ী স্বপন কামিল্যা এবং অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন (ডানদিকে)৷
মৃত ব্যবসায়ী স্বপন কামিল্যা এবং অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন (ডানদিকে)৷
স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগের পাল্টা মুখ খুললেন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন৷ রাজগঞ্জের বিডিও-র দাবি, তাঁর বাড়িতে কোনও সোনা চুরি হয়নি, তাঁর কোনও বাড়িও নেই৷ এ কথা বলার পাশাপাশি রাজগঞ্জের বিডিও আবার বলেছেন, যারা সোনা চুরি করেছে এবং যারা সোনা গলিয়েছে তারাই বড় গলায় কথা বলছে৷ ফলে সোনা চুরি না হলে কেন তিনি সোনা চোর এবং সোনা গলানোর কথা বললেন, তা নিয়েই বিভ্রান্ত ছড়িয়েছে৷
শুধু তাই নয়, গতকাল নিউজ ১৮ বাংলাকে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিডিও প্রশান্ত বর্মন দাবি করেছিলেন, আমি অনেক দিন আগে কলকাতায় গিয়েছিলাম৷ ২৭-২৮ অক্টোবর আমি কলকাতায় যাইনি৷ স্বপন কামিল্যা নামে ওই ব্যবসায়ীকেও আমি চিনি না৷ যদিও তদন্ত করতে গিয়ে বিধাননগর পুলিশ জানতে পেরেছে, গত ২০ অক্টোবর বাগডোগরা থেকে বিমানে কলকাতায় আসেন বিডিও প্রশান্ত বর্মন৷ ২৯ অক্টোবর কলকাতা থেকেই বিমানে বাগডোগরা ফেরেন তিনি৷ গত ২৮ অক্টোবর স্বপন কামিল্যা নামে ওই স্বর্ণব্যবসায়ীকে অপহরণ করে খুন করা হয় বলে অভিযোগ৷ বিমানের যাত্রীদের সেই তালিকা সংগ্রহ করেছে পুলিশ৷ ফলে কেন বিডিও মিথ্যে কথা বললেন, তা নিয়ে প্রশ্ন উঠছে৷
advertisement
গত ২৮ অক্টোবর দত্তাবাদের দোকান থেকে পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা স্বপন কামিল্যাকে অপহরণ করে খুন করা হয় বলে অভিযোগ৷ রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণই গাড়িতে কয়েক জন সঙ্গীকে নিয়ে এসে ওই ব্যবসায়ী এবং তাঁর বাড়ির মালিককে অপহরণ করেন বলে অভিযোগ৷ বাড়ির মালিককে সেদিনই ছেড়ে দেওয়া হলেও দু দিন বাদে নিউ টাউন থেকে স্বপন কামিল্যার মৃতদেহ উদ্ধার হয়৷
advertisement
advertisement
মৃতের পরিবারের অভিযোগ, বিডিও প্রশান্ত বর্মনের বাড়িতে কিছুদিন আগে সোনার গয়না চুরি হয়৷ সেই গয়না ওই ব্যবসায়ীর দোকানে বিক্রি করা হয় বলে দাবি করেন ওই বিডিও৷ সেই সূত্রেই স্বপনবাবুর খোঁজ করতে তাঁর পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাড়িতেও পৌঁছন তিনি৷ বিডিও যেদিন দাঁতনে যান, সেদিনের একটি ভিডিও সংবাদমাধ্যমকে দেয় মৃত ব্যবসায়ীর পরিবার৷
advertisement
অভিযুক্ত বিডিও অবশ্য এ গোটা ঘটনাকেই ষড়যন্ত্র বলে দাবি করেছেন৷ তাঁর দাবি, ‘আমার কোনও বাড়ি নেই, আমার কোনও সোনা চুরি হয়নি৷ যারা সোনা চুরি করেছে, সোনা গলিয়েছে তারাই বড় গলায় কথা বলছে৷ তদন্ত হোক, সত্যিটা সামনে আসবে৷’ প্রসঙ্গত গতকালই বিডিও-র বাড়িতে সোনা চুরিতে অভিযুক্ত অশোক কর নামে প্রশান্ত বর্মনেরই প্রাক্তন এক কর্মী গোটা ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন৷
advertisement
রাজগঞ্জের বিডিও এ দিন আরও দাবি করেছেন, ‘চক্রান্ত চলছে কীভাবে দবাং বিডিও-কে মাটিতে শোয়ানো যায় তার ষড়যন্ত্র চলছে৷ চক্রান্তকারীদের চক্রান্ত থাকবে না, দবাং বিডিও দবাং-ই থাকবে৷ কারা চক্রান্তকারী, আমি সেই খবর পেয়েছি৷’
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Rajganj BDO Controversy: ২০ থেকে ২৯ অক্টোবর কেন কলকাতায়? স্বর্ণ ব্যবসায়ীকে খুনের অভিযোগে মুখ খুললেন রাজগঞ্জের বিডিও-র! বক্তব্যেও অসঙ্গতি
Next Article
advertisement
সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি, নিয়তির আশ্চর্য সমাপতন, নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা সুলক্ষণা পণ্ডিত
সঞ্জীব কুমারকে ভালবেসেও বিয়ে হয়নি,নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা
  • সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি

  • নিয়তির আশ্চর্য সমাপতন

  • নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা

VIEW MORE
advertisement
advertisement