প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পায়ের চটিকেই বরাবর পূজা করেন রায়গঞ্জের শ্যামল ব্রহ্ম
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্যান্ডেলে পূজা করেন শ্যামলবাবু।
#রায়গঞ্জ: রাম বনবাসে যখন গিয়েছিলেন ভরত রামের পাদুকা রেখে পূজা করতেন।এমনই ঘটনা ঘটিয়েছেন রায়গঞ্জ দেবীনগরের বাসিন্দা শ্যামল ব্রহ্ম। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্যান্ডেলে পূজা করেন শ্যামলবাবু।শ্যামলবাবুর সঙ্গে তার হৃদ্যতা এমনই গভীর ছিল।রায়গঞ্জ ব্লকের দূর্গাপুর পাবলিক স্কুলের চীফ পেট্রোন ছিলেন প্রণব মুখোপাধ্যায়।সেখানেই রাখা আছে প্রণববাবুর স্যান্ডল।
গতকাল বিকালে প্রয়াত হয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।উত্তর দিনাজপুর জেলা প্রিয় রঞ্জন দাসমুন্সির গড় হিসেবে পরিচিত।সেই গড়ে একমাত্র শ্যামল ব্রহ্ম ছিলেন প্রণব মুখোপাধ্যায়ের অনুগামী।দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রণববাবুর জীবনেও অনেক উথান পতন এলেও শ্যামলবাবু কোনদিনই প্রণব মুখোপাধ্যায়কো ছেড়ে যান নি। আজ তার স্মৃতিচারণ করতে গিয়ে শ্যামলবাবু জানান ১৯৮৭ সালে প্রণববাবুর সঙ্গে তার পরিচয় হয়।ধীরে ধীরে সেই পরিচয় পরিবারের সঙ্গে মিশে যায়।
advertisement
প্রণববাবু ছিলেন তার পিতৃতূল্য। কোন সমস্যা দেখা দিলেই একটা ফোনই যথেষ্ট ছিল।সমস্ত সমস্যা নিমেষেই সমাধান করে দিতেন।রায়গঞ্জ ব্লকের দূর্গাপুরে পাবলিক স্কুল তৈরীর পর তিনি সেই স্কুলের উদ্বোধন করেন প্রণববাবু।তিনি চীফ পেট্রোন থাকার অনুমতি দিয়ে স্বাক্ষর করেন।বীরভূমের কীর্ণাহারের বাড়িতে দূর্গাপূজায় শ্যামলবাবু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন।দেশের ব্যস্ততার কারনে প্রণববাবুকে প্রতিনিয়ত না পাওয়ায় তার কাছে চটি নেবার আবেদন করেন।প্রণববাবু সেই আবেদনে সাড়া দিয়ে তাকে পরনের চটি দিয়ে দেন। সেই স্যান্ডেল স্কুলে রেখে পূজা দেন শ্যামলবাবু।
advertisement
advertisement
Uttam Paul
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 01, 2020 11:50 PM IST