Snake: ১০ ফিট লম্বা! ধূপগুড়ির দামবাড়িতে চাষের জমিতে সাক্ষাৎ 'যমদূত', এলাকায় চাঞ্চল্য
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Snake- বসতি এলাকায় চাষের জমির ধারে ইয়া লম্বা পড়ে রয়েছে ১০ ফিটের অজগর! কৌতূহলবশত সামনে যেতেই রীতিমতো আঁতকে উঠলেন গ্রামবাসীরা।
জলপাইগুড়ি: বসতি এলাকায় চাষের জমির ধারে ইয়া লম্বা পড়ে রয়েছে ওটা কী? কৌতূহলবশত সামনে যেতেই রীতিমতো আঁতকে উঠলেন গ্রামবাসীরা। লোকালয়ে ১০ ফুট লম্বা অজগর!
সাত সকালে এমন ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়ির দামবাড়িতে। সকাল সকাল জমিতে গিয়েছিলেন কৃষক। কিন্তু যেটা দেখলেন, তাতে চমকে উঠলেন তিনিও, চমকাল চারপাশের গ্রামবাসীও।
দক্ষিণ ডাঙ্গাপাড়ার দামবাড়ি এলাকায় বৃহস্পতিবার সকালে একটি বিশাল আকৃতির অজগর সাপ আটকে পড়ল জালে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক কৃষকের জমির পাশেই জাল পাতা ছিল। ছোটখাটো জন্তু ধরা বা জমির সুরক্ষার জন্য পেতেছিলেন জাল। সেখানে আচমকাই জড়িয়ে পড়ে প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর।
advertisement
advertisement
সকালে জমিতে গিয়ে সেই দৃশ্য দেখে রীতিমতো হতবাক হয়ে যান জমির মালিক। তিনি খবর দেন স্থানীয়দের। মুহূর্তেই ছড়িয়ে পড়ে খবর, দেখতে ভিড় জমায় এলাকার মানুষ। অবশেষে খবর যায় পরিবেশ সচেতন সংগঠন অ্যানিমেল লাভার্স–এর কাছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছন ওই সংগঠনের সদস্যরা। সাবধানে উদ্ধার করেন সাপটিকে।
আরও পড়ুন- অন্নসংস্থানের জন্য আশৈশব লোকাল ট্রেনে গাওয়া কিশোরী আজ স্টুডিওতে, প্রথম রেকর্ড করলেন গান
জানা গিয়েছে, সাপটি সুস্থ আছে। উদ্ধারকারীদের তরফে জানানো হয়েছে, প্রয়োজনীয় পর্যবেক্ষণের পর অজগরটিকে উপযুক্ত জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। ঘটনার পর এলাকার বাসিন্দারা আতঙ্কে থাকলেও পরিবেশপ্রেমীরা বলছেন, ‘‘অজগর সাপ মানুষকে আক্রমণ করে না, যদি না নিজে বিপদে পড়ে। বনজ প্রাণীদের বসতভূমি ধ্বংস হওয়ার ফলেই তারা লোকালয়ে চলে আসছে। আমাদের সহানুভূতিশীল হওয়া উচিত।’’ জীবন আর জীববৈচিত্র্যের সহাবস্থান যে কতটা জরুরি, এই ঘটনাই যেন তা ফের মনে করিয়ে দিল!
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 17, 2025 6:39 PM IST