রাতারাতি ঘরছাড়া! যৌনকর্মীর মেয়ে মাধ্যমিকে বসতে পারবে? চরম উত্‍কণ্ঠা

Last Updated:

ইসলামপুর ব্লকের নিষিদ্ধপল্লি চম্পাবাগে দীর্ঘদিন যাবদ বসবাস করতেন বাবলি শর্মার পরিবার। স্বামী-সহ তিন মেয়ে এক ছেলেকে নিয়ে সংসার করছিলেন। বড় মেয়ে লাবলি চৌধুরী এবারে মাধ্যমিক পরীক্ষায় বসবে।

#ইসলামপুর: কয়েক দিন পরেই মাধ্যমিক পরীক্ষা৷ হাতে আর মাত্র এক সপ্তাহেরও কম সময়৷ এ হেন পরিস্থিতিতে যৌনপল্লি থেকে এক পরিবারকে ঘরছাড়া করায় চরম বিপদে পড়ল ছাত্রী৷ ঘরবাড়ি হারিয়ে রাতারাতি রাস্তায়৷ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকে৷ ঘরের তালা না খুলে দিলে যৌনকর্মীর মেয়ে পরীক্ষায় বসতে পারবে না৷
অভিযোগ, চম্পাবাগে যৌনপল্লিতে গত ৭ ফেব্রুয়ারি আচমকাই কিছু মানুষ ওই পরিবারের ঘরে ঢুকে তাঁদের ঘর থেকে বের করে দিয়ে ঘরে আসবাবপত্র বাইরে ফেলে দিয়ে ঘরে তালা ঝুলিয়ে দেয়।পরে তাঁরা জানতে পারেন, এলাকার জমি মাফিয়ারা সেই জমি কিনে নিয়েছে। খোলা আকাশের নীচে কয়েকরাত কাটাবার পর ইসলামপুর থানার পুলিশের দ্বারস্থ হন। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা সত্বেও পুলিশ হাতগুটিয়ে বসে থাকে। বাধ্য হয়েই তাঁরা ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার সচিন মক্কারের দ্বারস্থ হন৷ কিন্তু সমস্যার সমাধান হয়নি৷
advertisement
পুলিশ সুপার সচিন মক্কার জানিয়েছেন,অভিযোগ পাওয়ার পরই পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।
advertisement
ইসলামপুর ব্লকের যৌনপল্লিপল্লি চম্পাবাগে দীর্ঘদিন যাবদ বসবাস করতেন বাবলি শর্মার পরিবার। স্বামী-সহ তিন মেয়ে এক ছেলেকে নিয়ে সংসার করছিলেন। বড় মেয়ে লাবলি চৌধুরী এবারে মাধ্যমিক পরীক্ষায় বসবে।
গত সাত তারিখ থেকে মাধ্যমিক ছাত্রী খোলা আকাশের নীচে থাকায় পড়াশুনা শিকেয় উঠেছে।মাধ্যমিকের এডমিট কার্ড সহ বইপত্র ঘরের মধ্যে থাকায় এবারে তার পরীক্ষা দেওয়া সংশয় দেখা দিয়েছে।পুলিশ সুপার শচীন মক্কার জানিয়েছেন,ঘর ছাড়া মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশী তদন্ত শুরু হয়েছে।
advertisement
ঘরের তালা খুলে না দিলে যৌনকর্মীর মেয়ের হয়ত মাধ্যমিক পরীক্ষাতে বসতে পারবে না।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
রাতারাতি ঘরছাড়া! যৌনকর্মীর মেয়ে মাধ্যমিকে বসতে পারবে? চরম উত্‍কণ্ঠা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement