লকডাউনের মধ্যেও জামিন মেলেনি৷ এই অভিযোগ তুলে ফের বন্দি বিক্ষোভ জলপাইগুড়ি সংশোধনাগারে৷ জামিনের দাবিতে এ দিন একজোট কারারক্ষীদের উপরে হামলা চালানো হয় বলে অভিযোগ৷ কারারক্ষীদের লক্ষ্য করে বন্দিরা ইট, পাথর ছোড়ে বলে অভিযোগ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় অতিরিক্ত বাহিনী৷