BDO Prashanta Barman: প্রথমে নাম নেই, তার পরেই WBCS পরীক্ষায় এক নম্বরে!রাজগঞ্জের বিডিও প্রশান্তর নিয়োগ ঘিরেও বড় বিতর্ক
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের রোল নম্বর ছিল ১৭০০৩৫৩৷ প্রথমে সফলদের যে তালিকা বের হয়, তাতে এই রোল নম্বরই ছিল না৷
পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা স্বপন কামিল্যা নামে ওই ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগ উঠেছিল৷ বিডিও-র বাড়ি থেকে চুরি যাওয়া সোনা ওই ব্যবসায়ীর কাছে তাঁর দত্তাবাদের দোকানে বিক্রি করা হয়েছিল বলে অভিযোগ৷ সেই সোনা উদ্ধার করতেই ওই ব্যবসায়ীর খোঁজ শুরু করেন বিডিও৷
সূত্রের খবর, ২০১৭ সালে বিডিও হিসেবে নিযুক্ত হন প্রশান্ত বর্মন৷ কিন্তু ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ)-এর পরীক্ষায় সফলদের তালিকায় প্রথমে তাঁর নামই ছিল না৷ কিন্তু এর পর একটি সংশোধিত তালিকা প্রকাশ করে পাবলিক সার্ভিস কমিশন৷ সেই তালিকাতেই যুক্ত হয় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের৷
রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের রোল নম্বর ছিল ১৭০০৩৫৩৷ প্রথমে সফলদের যে তালিকা বের হয়, তাতে এই রোল নম্বরই ছিল না৷ সেই তালিকায় ১৭০০৩৩৩-এর পরের রোল নম্বর ছিল ১৭০০৩৭৫৷ কিন্তু ২০১৭ সালের ২১ এপ্রিল সফল প্রার্থীদের একটি সংশোধিত তালিকা প্রকাশ করে পিএসএসি৷ সেখানেই যুক্ত হয় প্রশান্ত বর্মনের ১৭০০৩৫৩ রোল নম্বর৷ তথ্যের অধিকার আইনেই এই তথ্য সামনে আনে কমিশন৷
advertisement
advertisement
যদিও তাঁর নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগকেও ষড়যন্ত্র বলেই দাবি করেছেন বিডিও প্রশান্ত বর্মন৷ তিনি বলেন, ‘আগেও বলেছি আমি ষড়যন্ত্রের শিকার, যে সমাজ থেকে উঠে এসেছি, তাদের ইতিহাসে প্রথম রাজবংশী প্রার্থী হিসেবে আমি ডব্লিউবিসিএস পরীক্ষায় প্রথম হয়েছিলাম৷ সেদিন থেকে আমার পিছনে লাগা হচ্ছে৷ হয়তো আমার মৃত্যু পর্যন্ত এরকমই চলবে৷ আমার মৃত্যু হলেও হয়তো সেটা বিতর্কের কারণ হবে৷’
advertisement
বিডিও প্রশান্ত বর্মনের এই বিতর্কিত নিয়োগ নিয়ে আদালতে মামলাও হয়েছে৷ আইনজীবী শামিম আহমেদ বলেন, ‘পিএসসি জানিয়েছে যে তিনি প্রিলিমিনারিতে পাস করেননি৷ আমরা আদালতের কাছে খাতা তুলে দিয়ে দেখিয়েছি কীভাবে খাতায় কারচুপি হয়েছে৷ আমরা চেয়েছি যাতে তাঁর চাকরি খারিজ হয়৷ একই সঙ্গে পিএসসি-র যাঁরা এই বেআইনি নিয়োগের সঙ্গে যুক্ত, তাঁদেরও শাস্তি দাবি করেছি৷’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 10, 2025 2:22 PM IST

