Potato Bond Investment: এই সুযোগ, আলুর বন্ড কিনতে চান? ভাল লাভ পেতে নিয়মগুলি জানুন

Last Updated:

মালদহ জেলায় মোট ১৪ টি হিমঘর আছে। মূলত পুরাতন মালদহ ও গাজোল ব্লকে জেলার সবচেয়ে বেশি আলু চাষ হয়। মালদহ জেলায় প্রায় ১০ হাজার হেক্টর জমিতে প্রতিবছর আলু চাষ হয়ে থাকে

+
title=

মালদহ: আপনি কি আলু চাষি? উৎপাদিত আলু হিমঘরে মজুত রাখতে চান? তাহলে অবশ্যই এই বিষয়টি আপনার জানা জরুরি। হিমঘর মালিকরা ইতিমধ্যেই আলু মজুত রাখার প্রক্রিয়া শুরু করেছেন। না জানলছ হিমঘরে আলু রাখার সুযোগ হাতছাড়া হতে পারে।
কোন পদ্ধতিতে হিমঘরে আলু রাখার বন্ড বিলি করা হবে, বন্ড নিতে কী কী তথ্য প্রয়োজন এই সব বিষয়গুলি জানিয়ে হিমঘর মালিক সংগঠন ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আলু চাষিদের সুবিধার কথা ভেবেই এই পদক্ষেপ করেছে মালদহ জেলা কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি কমার্স অ্যাসোসিয়েশন।
advertisement
advertisement
এই বছর হিমঘরে আলু রাখা নিয়ে ইতিমধ্যেই হিমঘর মালিকদের মধ্যে একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকেই একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন পদ্ধতিতে আলুর বন্ড বিলি করা হবে সেই সিদ্ধান্ত হয়েছে। সংগঠনের সভাপতি উজ্জ্বল সাহা বলেন, জেলার কৃষকদের মধ্যে সুষ্ঠুভাবে বন্ড বিলি করতে একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রথমে কুপন নিতে হবে আলু চাষি ও আলু ব্যবসায়ীদের। কুপন অনুযায়ী বন্ড মিলবে। তারপর আগামীতে সরকারি নির্দেশ মেনে আলু মজুত শুরু হবে।
advertisement
মালদহ জেলায় মোট ১৪ টি হিমঘর আছে। মূলত পুরাতন মালদহ ও গাজোল ব্লকে জেলার সবচেয়ে বেশি আলু চাষ হয়। মালদহ জেলায় প্রায় ১০ হাজার হেক্টর জমিতে প্রতিবছর আলু চাষ হয়ে থাকে। এই বছরও জেলায় ব্যাপক আলুর চাষ হয়েছে। গত কয়েক বছর হিমঘরে আলু রাখা এবং বন্ড বিলি নিয়ে বেশ কিছু বিভ্রান্তি, বিতর্ক দেখা দিয়েছিল। তাই চলতি মরশুমে আলুর বন্ড যেন সুষ্ঠুভাবে বিলি করা যায় সেই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই উদ্যোগ গ্রহণ করেছেন হিমঘর মালিকরা। জানা গিয়েছে আলুর বন্ড বিলির আগে কুপন দেওয়া হবে সমস্ত আলু চাষি ও আলু ব্যবসায়ীদের। কুপন থাকলেই নির্দিষ্ট দিনে বন্ড পাবেন। কোনও কৃষক বা আলু চাষি কুপন না নিলে বন্ড পাবেন না। আগামী ৭ ফেব্রুয়ারি সকাল ১০ টা থেকে মালদহ জেলার প্রতিটি হিমঘর থেকে কুপন বিলি হবে। পরিবার পিছু একটি করে কুপন প্রদান করা হবে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
আলু চাষিদের আবেদনের ভিত্তিতে কুপন বিলি করা হবে। কুপুনে নির্ধারিত তারিখে বন্ড না নিলে কুপন বাতিল বলে গণ্য হবে। বন্ড নেওয়ার সময় আলু সংরক্ষণকারীদের আধার কার্ড, ভোটার কার্ডের প্রতিলিপি দিতে হবে। বস্তা পিছু ১০ টাকা অগ্রিম দিতে হবে বন্ড সংগ্রহ করার সময়। জেলার প্রতিটি হিমঘরে এই নিয়মেই কাজ হবে।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Potato Bond Investment: এই সুযোগ, আলুর বন্ড কিনতে চান? ভাল লাভ পেতে নিয়মগুলি জানুন
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement