দার্জিলিংয়ের একের পর এক হোটেলে পুলিশের হানা, শৈলশহরে আচমকা হলটা কী!

Last Updated:

Darjeeling- পর্যটকদের নিরাপত্তায় হামেশাই পর্যটকদের পাশে থাকতে দেখা গিয়েছে দার্জিলিং পুলিশকে। প্রজাতন্ত্র দিবসের আগে ফের একবার কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল শৈলশহর।

+
দার্জিলিং 

দার্জিলিং 

দার্জিলিং: পর্যটকদের নিরাপত্তায় শৈল শহরের রাস্তায় লাঠি হাতে টহলদারি পুলিশের। পাহাড়ের রানী দার্জিলিং আপামর বাঙালির নস্টালজিয়া। হাতে একটু সময় পেলে অনেকেই ছুটে আসেন পাহাড়ের রানী দার্জিলিংয়ে। প্রত্যেক বছর শৈল শহরের অপরূপ সৌন্দর্যকে উপভোগ করতে ভিড় জমায় হাজার হাজার মানুষ। সেই অর্থেই পর্যটকদের যাতে কোনও অসুবিধা না হয় সেজন্য লাঠি হাতে শৈল শহরের রাস্তায় ঘুরছে পুলিশ।
শৈলশহর দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র মল রোড অর্থাৎ চৌরাস্তা। সারা বছর জুড়েই এই জায়গায় ভিড় জমায় প্রচুর পর্যটক। তাদের সুবিধার্থে চৌরাস্তায় মলরোডে পুলিশের টহল। সামনেই প্রজাতন্ত্র দিবস। তার আগেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল শৈলশহর। পুলিশের পক্ষ থেকে প্রতিনিয়ত অভিযান বিভিন্ন হোটেলগুলিতে।
আরও পড়ুন- কেমন মাটির সরা ব্যবহার করবেন! রইল সুস্বাদু পিঠে বানানোর গোপন চাবিকাঠি
ইতিমধ্যেই ভারতের বিভিন্ন জায়গায় ব্যান করা হয়েছে বাংলাদেশী পর্যটকদের। পাশাপাশি বিভিন্ন হোটেল সংগঠনের পক্ষ থেকে বয়কট করা হয়েছে বাংলাদেশের পর্যটকদের। সেই সমস্ত বিষয় মাথায় রেখে প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে চৌরাস্তার পাশাপাশি থাকা বিভিন্ন হোটেলে অভিযান চালায় মল আউটপোস্টের পুলিশ।
advertisement
advertisement
সারা বছর ধরেই পর্যটকদের নিরাপত্তায় পুলিশের এই টহলদারি চলে। বিভিন্ন সময় বিভিন্ন অসুবিধায় পর্যটকদের পাশে থাকতে দেখা গিয়েছে দার্জিলিং পুলিশকে। এই প্রসঙ্গে এক হোটেল কর্মচারী শৈলেন রায় বলেন, প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে পুলিশের এই অভিযান হঠাৎ করে। সমস্ত কাগজপত্র খতিয়ে দেখা হয়। কোনও বাংলাদেশী পর্যটক রয়েছে কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
advertisement
আরও পড়ুন- ফের শুট আউট! গুলিতে মৃত তৃণমূল নেতা! ‘এলাকা দখলের’ লড়াই ঘিরে চরম উত্তাপ মালদহে
পর্যটকদের নিরাপত্তায় হামেশাই পর্যটকদের পাশে থাকতে দেখা গিয়েছে দার্জিলিং পুলিশকে। প্রজাতন্ত্র দিবসের আগে ফের একবার কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল শৈলশহর। প্রতিনিয়ত পুলিশের এই অভিযান চলবে বলে জানা গিয়েছে।
সুজয় ঘোষ
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
দার্জিলিংয়ের একের পর এক হোটেলে পুলিশের হানা, শৈলশহরে আচমকা হলটা কী!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement