বেতন, স্থায়ীকরণের দাবিতে শিক্ষকদের মিছিলে অশান্তি, লাঠিচার্জ পুলিশের
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
বেতন চালু ও স্থায়ীকরণ-সহ কয়েক দফা দাবিতে মঙ্গলবার উত্তরকন্যা অভিযান করেন বৃত্তিমূলক শিক্ষকরা।
#শিলিগুড়ি: বৃত্তিমূলক শিক্ষকদের আন্দোলনে অশান্তি ছড়াল শিলিগুড়ির তিনবাতি এলাকায়। বেতন চালু ও স্থায়ীকরণ-সহ কয়েক দফা দাবিতে মঙ্গলবার উত্তরকন্যা অভিযান করেন বৃত্তিমূলক শিক্ষকরা। নৌকাঘাট থেকে উত্তরকন্যার দিকে এগিয়ে চলে মিছিল। তাতে অংশ নেন উত্তরবঙ্গের সবক’টি জেলার প্রতিনিধিরাই। তিনবাতি মোড়ে তাঁদের মিছিল আটকায় পুলিশ।
দু’পক্ষের মধ্যে শুরু হয় বচসা, ধস্তাধস্তি। পুলিশের বিরুদ্ধে লাঠি চালানোর অভিযোগ করেন আন্দোলনকারীরা। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। প্রায় দু’ঘণ্টার অবরোধে নাকাল হতে হয় নিত্যযাত্রীদের। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে গেলেও কয়েকজনকে আটক করা হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 06, 2019 8:10 PM IST