মালদহে ঢুকছে লক্ষ লক্ষ জাল টাকা, বিনিময়ে ওপার বাংলায় যাচ্ছে নিষিদ্ধ মাদক

Last Updated:

ধৃতদের জেরা করে টাকা ও মাদক চোরাচালান নেটওয়ার্কের কিংপিনের হদিশ পেয়েছেন তদন্তকারীরা।

#মালদহ: বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে মালদায় ঢুকছে লক্ষ লক্ষ ভারতীয় টাকার জালনোট। বিনিময়ে ওপার বাংলায় যাচ্ছে নিষিদ্ধ মাদক। এভাবেই মালদহ করিডর দিয়ে রমরমিয়ে চলছে জালনোট ও মাদক পাচারচক্র। শুক্রবার সুজাপুর থেকে ২০ লক্ষ টাকার জালনোট-সহ দু’জনকে গ্রেফতার করে জোড়া পাচারচক্রের হদিশ পেল মালদহ জেলা পুলিশ।
ধৃতরা মালদারই কালিয়াচকের গোলাপগঞ্জের বাসিন্দা। তাদের কাছ থেকে জালনোট উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের জেরা করে টাকা ও মাদক চোরাচালান নেটওয়ার্কের কিংপিনের হদিশ পেয়েছেন তদন্তকারীরা।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, মালদহ সীমান্তে বিএসএফের চোখে ধুলো দিয়ে চলে পাচারচক্র ৷ কাঁটাতারের ওপার থেকে জালনোট ছোড়ে পাচারকারীরা ৷ এপার থেকে পাল্টা ইয়াবা ট্যাবলেট ছোড়ে মাদক পাচারকারীরা ৷
advertisement
advertisement
এদিন উদ্ধার হওয়া জাল নোটগুলি বাংলাদেশ থেকে প্রকাশিত খবরের কাজে মোড়া ছিল। শুধু তাই নয় ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, বাংলাদেশের শিবগঞ্জ জেলার হুতমা গ্রামের এক কিংপিনের নাম। বাংলাদেশের ওই ব্যক্তি জাল নোট সরবরাহ করেছে বলে জেরায় জানিয়েছে ধৃতরা। ডিল অনুযায়ী বাংলাদেশ থেকে পাঠানো এই ২০ লক্ষ টাকার বিনিময়ে মালদহ সীমান্তকে কাজে লাগিয়ে বাংলাদেশে পৌছনোর কথা মাদক ট্যাবলেটের।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
মালদহে ঢুকছে লক্ষ লক্ষ জাল টাকা, বিনিময়ে ওপার বাংলায় যাচ্ছে নিষিদ্ধ মাদক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement