Poila Boishakh Vegetable Price: পয়লা বৈশাখে বিরাট চমক! নববর্ষে কি পকেটে কোপ পড়ল মধ্যবিত্তের? জানুন বাজার দর
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Poila Boishakh Vegetable Price: নববর্ষে বাজারে উপচে পড়া ভিড়! দামের ওঠা নামা হলেও উৎসবের আনন্দ অটুট। কেমন রয়েছে জলপাইগুড়ির সামগ্রিক বাজারদর জানুন।
জলপাইগুড়ি: নববর্ষে বাজারে উপচে পড়া ভিড়। দামের ওঠা নামা হলেও উৎসবের আনন্দ অটুট। কেমন রয়েছে জলপাইগুড়ির সামগ্রিক বাজারদর জানুন। বাংলা নববর্ষ মানেই বাঙালির জন্য এক নতুন শুরু, একটুখানি কেনাকাটা, আর প্রচুর খুশির রঙ।
আর সেই উৎসবের আমেজে মঙ্গলবার সকাল থেকেই জলপাইগুড়ির দিনবাজার, টেশনবাজার-সহ বিভিন্ন বাজারে উপচে পড়েছে মানুষের ভিড়। সবজি, ফল, মাছ-মাংস, মিষ্টির দোকান—কোনওটাই খালি নেই।

advertisement
advertisement
ক্রেতাদের মুখে একদিকে উৎসবের আনন্দ, অন্যদিকে একটু ক্ষীণ সুর—দাম বেশিই যাচ্ছে! তবুও পয়লা বৈশাখ বলে কথা, তাই ভিড় কমার নাম নিচ্ছে না। কেমন রয়েছে বাজার দর?

বিক্রেতারা জানাচ্ছেন, “এই দু-একদিন দাম একটু বেশি যায়, চাহিদা অনেক থাকে।” ফল বাজারে আম বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজিতে, শশা ৬০, মৌসম্বি ১০০, তরমুজ ৩০, বেদানা ২৫০, আপেল ২০০ টাকা কেজিতে।
advertisement

advertisement
সবজির বাজারেও দাম কিছুটা চড়া—বাঁধাকপি-ফুলকপি ৩০ থেকে ৬০ টাকা কেজি, পটল ৫০, করলা ৭০, ঝিঙ্গে ৬০ টাকা। আলুর দামেও হালকা ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। মিষ্টির দোকানে সকাল থেকেই লাইন, খাঁটি ছানার সন্দেশ, রসমালাই, চমচম, রকমারি নববর্ষ স্পেশ্যাল আইটেমে ভরপুর দোকান।
advertisement

advertisement
ব্যবসায়ীরাও খুশি, “এই একটা দিন আমাদের বছরের রোজগারের বড় অংশ এনে দেয়।” সব মিলিয়ে দাম বাড়লেও পয়লা বৈশাখে বাঙালির কেনাকাটার উৎসাহে ভাঁটা পড়েনি। নতুন জামা কাপড়, ভাল খাওয়া, আর পরিবারের সঙ্গে সময়—এই নিয়েই শুরু হল নতুন বছর। শুভ নববর্ষ!
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 15, 2025 2:14 PM IST