Siliguri News: নতুন বছরের প্রথম দিন জমিয়ে পিকনিক করল ১,০০০ গোপাল!

Last Updated:

শিলিগুড়ির ইষ্টার্ন বাইপাস লাগোয়া বৈকন্ঠপুরের জঙ্গলে দেখা গেল এক অন্য রকম চিত্র। যেখানে গোপাল ঠাকুরকে নিয়ে চলল বনভোজন

+
বনভোজন

বনভোজন

শিলিগুড়ি: শীতকাল মানেই বনভোজন। শীতের বনভোজন বা পিকনিক বাঙালির জীবনের অন্যতম অঙ্গ। কিন্তু এই পিকনিক পড়শি-পরিজন কিংবা বন্ধুদের নিয়ে নয়, বরং এখানে অংশ নিল সিংহাসনের গোপালরা। কি অবাক হচ্ছেন তো ? বাড়ির গোপালকে নিয়ে পিকনিক! হ্যাঁ, এমনই এক নজির গড়লেন কৃষ্ণভক্তরা।
শিলিগুড়ির ইষ্টার্ন বাইপাস লাগোয়া বৈকন্ঠপুরের জঙ্গলে দেখা গেল এক অন্য রকম চিত্র। যেখানে গোপাল ঠাকুরকে নিয়ে চলল বনভোজন। প্রায় এক হাজার গোপাল হাজির ছিল এই পিকনিকে। ছিল এলাহী আয়োজন, আয়োজিত হয় সংকীর্তন।
advertisement
বহু গৃহস্থ পরিবারের ঠাকুরের আসনে থাকেন গোপাল। পরিবারের সকল সদস্যদের কাছে গোপাল তাঁদের নিজের ঘরের ছেলের মত। গোপালকে অনেক আদর যত্নে রাখা হয়। নির্দিষ্ট সময়ে গোপালকে ঘুম থেকে তোলা, ভোগ দেওয়া, শয়ন দেওয়া সবই চলে নিয়মিতভাবে। এমনকী গোপালের জন্য আসে পুজোর সময় নতুন পোশাকও। তাই ঠাকুরের আসনে থাকলেও গোপাল থাকেন পরিবারের সমস্ত কিছুতেই। সেক্ষেত্রে শীতকালের পিকনিক হবে গোপালকে ছাড়া, তা আবার হয় নাকি। এবার তেমন এক অভিনব বনভোজন দেখা গেল বৈকুণ্ঠপুরের জঙ্গলে । ভক্তরা সকলেই বাড়ির গোপালকে নিয়ে বনভোজনে মেতে ওঠেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
কৃষ্ণভক্ত দেবকী গোপাল দাস বলেন, নতুন বছরে পরিবারের সবাইকে নিয়ে পিকনিক করে থাকি। তাহলে আমার বাড়ির গোপাল বাদ থাকবে কেন? বাড়ির গোপালকে সঙ্গে নিয়ে এসেছি। সকল ভক্তরাও এসেছেন। তিনি আরও জানান, এদিন অন্ন, লাবড়া, কচুর শাক, ভাজা-সহ নানা পদ গোপালদের জন্য রান্না করা হয়েছিল। এছাড়াও ভক্তদের জন্য ছিল খিচুড়ি।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: নতুন বছরের প্রথম দিন জমিয়ে পিকনিক করল ১,০০০ গোপাল!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement